Youtube, Facebook, Dailymotion সহ যে কন Flash ভিডিও ডাউনলোডের সব থেকে সোজা পদ্ধতি। গ্লাসে করে পানি খাওয়া, এর থেকে কঠিন কাজ। :lol:

জানি, সবাই ভাল আছেন। আমিও আছি। 😆

আমরা সবাই জানি যে, ভিডিও জগতের সবথেকে বড় সম্ভারের অধিকারি হল Youtube. আর প্রতি সেকেন্ডেই এখানে যুক্ত হচ্ছে হাজার হাজার ভিডিও। বিভিন্ন প্রয়োজনে আমাদের এই সব ভিডিও ডাউনলোড করে রাখতে হয়। আবার আমার মত অনেকে আছি যারা স্লো ইন্টারনেট কানেকশন ব্যবহার করি। কেও কেও আমার মত ফ্রী ও ইউস করি। তাই Youtube বা Dailymotion থেকে ভিডিও ডাউনলোড করে দেখা ছাড়া আর কোন উপায় থাকে না। আবার হয়ত অনেকেই আছি, যারা আজ পর্যন্ত অবগত নই যে Facebook থেকে ভিডিও ডাউনলোড করা যায় কিনা। হ্যা। অবশ্যই যায়। সেটাও আবার দুই Click এ।

So এটা কি ভাবে করবেন।

আপনার তেমন কিছুই দরকার হবে না। শুধু মাত্র 5.54 MB র একটা সফটওয়্যার লাগবে। দাঁড়ান। ডাউনলোড দেয়ার ভয়ে চলে জাবেন না। এই সফটওয়্যার টা মনে হয় আপনার কাছে আছে। না থাকলেও তো থাকার কথা। তবুও যদি না থাকে তাইলে এইখান থেকে ডাউনলোড দিয়ে নেন। হ্যা রে ভাই। এইটা IDM (Internet Download Manager) 6.18 Build 2. বেশি পুরাতন ভার্সন হইলে Facebook এ কাজে আসবে না। আর সুখবর হল। IDM এর এই Latest ভার্সন টা Youtube এ 30 min Resume কেপাবল। আর যারা Trile Time পার করার পর থেকে আর IDM ইউস করতে পারছেন না তারা Patch করে ইউস করতে পারেন। এ ক্ষেত্রে আপনারা  Anawar ভাইয়ের Blog এর সাহায্য নিতে পারেন।  আপনাদের সুবিধার্থে এর সন্ধান দিলাম। উনিও একজন টেকটিউনার।

 

 

 

 

 

 

 

 

 

এবার হল আসল কাজ।

১. আপনি আপনার কাঙ্ক্ষিত YouTube/Facebook/Daily motion এর Link এ যান। Example: http://www.youtube.com/watch?v=BaL2ee7N9b8  ( ভাই ভিডিও টা ডাউনলোড দিয়া দেইখেন। হাসি না পাইলে ৩০MB আমি আপনারে দিব। ) 😆

এইখানে IDM এর একটা Download বার দেখতে পাবেন। পেজ লোড হবার পর বার টা আসতে ৫-১০ সেকেন্ড সময় নেবে।

২. ওই খানে Click করার পর আপনি ওই ভিডিওর বিভিন্ন Format এর Regulation এর list দেখতে পাবেন। পছন্দের Format এ Click করলেই, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।Resume: No ভয় না। আপনার ডাউনলোড ফাইল টি আসলে Resume: Yes সমর্থিত।

Facebook এর ক্ষেত্রেও একি রকম। তবে হ্যা। Facebook এর ভিডিও তে Play আইকনে Click করার পর IDM এর Download বার টা Show করবে।

Download এ ভাবে হবে...

আমি এইভাবে প্রায় ২০ টা ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড দিয়েছি। যে সকল ওয়েব সাইটএ ভিডিও ডাউনলোড দিতে আলাদা ডাউনলোডারের প্রয়োজন পরে।

নিজে করতে গিয়ে কোন প্রবলেম এ পরলে, অবশ্যই জানাবেন...

===============================================================================

====================================খোদা হাফেয====================================

===============================================================================

Level 2

আমি Saharia Rifat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি IDM preactiveted version(6.15) use করি।এটির মাধ‍্যমে youtube থেকে ডাউনলোড করতে গেলে download this audio লেখা আসে এবং ভিডিওর রেজুলেশন দেয় না। সমাধান জানা থাকলে plz একটু জানান।

Level 0

আসসালামুয়ালাইকুম, টিউনটা দেখে কমেন্ট না করে পারলাম না, ভাই এই নিয়ম আমি গত ৩ বছর যাবত ব্যাবহার করতেছি এটা IDM এর যে কোন version হলেই হবে। আপনার IDM এর Download বার যেখানে দেখা যাচ্ছে ওখানে নয় ভিডিওতির উপর উঠবে যদি নিচে উথে তাহলে মাউস দিয়ে ড্রাগ করে ভিডিওটির উপর ছেরে দিন এরপর থেকে ভিডিওটির উপর উঠবে। তারপরও আপনাকে ধন্যবাদ, কারন অনেকেই এটা জানে না, আর IDM এর Letest Version 6.18 Build 5, আমি বর্তমানে এটাই ইউস করি।
———————-
robi24 -ভাই আপনি http://www.internetdownloadmanager.com এই link থেকে IDM download korun তারপর https://www.dropbox.com/s/q7p2ln0joamqj8h/IDM.v6.xx.release.3-patch.rar এই link থেকে প্যাচ Download করে প্যাচ করে ফুল Version ইউস করুন।
ধন্যবাদ সবাইকে…..

    @Hosen088: ভাই। আপনি আপনার Comments এর মাধ্যমে কি বঝাতে চাচ্ছেন, আমি তা বুঝতে পারছি না। IDM এর যে কোন ভার্সনেই হবে ??? বাহ বাহ। অনেক ইনটেলিজেন্ট আপনি। দেখি 5.XX এর যে কোন একটা ভার্সন দিয়ে Facebook থেকে ভিডিও ডাউনলোড করে দেখান দেখি। জানি পারবেন না। Comments করার আগে আমার টিউনের শিরোনাম তো একবার পরে নেয়ার উচিৎ ছিল আপনার। আর আপনি IDM এর যে অফিসিয়াল লিঙ্ক টা দিয়েছেন? সেটা আমি আমার তিউনে, অনেক আগেই দিয়ে রেখেছি। আর আমি বলেছি Flas ভিডিওর কথা। আপনিতো শুধু YouTube এর কথা উল্লেখ করেছেন। আর হ্যা আমার ডাউনলোড বার টা আমি পেজের নিচে নিয়ে এসেছি। আমি অন্য পেজে থাকলেও ওই বার টা আমার অন্য পেজেই Show করবে। যেটা আপনার টা করবে না। আর Patch এর বিষয়ে আনয়ার ভাইয়ের চেয়ে অভিজ্ঞ টিউনার মনে হয় এখানে নেই। তাই আমি তার Blog এর কথা বলেছি।

    Level 0

    vai, download link kaj korena… somadhan den…

Level 0

6.18 IDM

Level 2

ভাই আমি fire fox এর 12 version টা use করি এটাতে idm plug in হয়না । ভাই দয়া করে আমাকে একটা solution দিন

#shajibbd bro u can use mozila firefox update version ………new version 26 beta 1. but also u have to use update version of IDM 6.18 build 2-5

Download This Audio দেখাচ্ছে গত ২ দিন ধরে।

Level 0

ato koshto na kre youtube er link er age ss nahle 10 lagalay dilei kam hye jay.ami mobile e opera mini dea porjonto download krte pari.

Level 0

Vai mozila firefox 24 a IDM koto plug in hobe bolte paren.

Level 0

সবকিছু Letest Version Use করেন আর আগের Evrything History Clear করেন তারপরও যদি না হয় তাহলে Idm ও Firefox Uninstall করে CPU Restart করে আবার Install করুণ। আর ওয়েবে যদি Audio থাকে তাহলে Download This Audio এটাই দেখাবে।
ধন্যবাদ….

idm download korar pore serial no cai…free idm download dilam but kisu e kaj korse na..plz plz help me..idm kivabe activate korbo..

Level 0

ভাই আমার You Tube কাজ করছে না ২ দিন যাবত 🙁 সবার ই একই অবস্থা না শুধু আমার? Please একটু দেখে বলবেন। ধন্যবাদ।

Level 0


Saharia Rifat, ভাই আপনি ভুল বুসতা ছেন আপনাকে আঘাত করার জন্য Comments করিনি, আপনি আসলেই হয়ত জানেন না তাই রাগ করেছেন, আমি হয়ত আপনাকে বলতে পারব না আমি ২০১১ সালে IDM এর কোন Version টা Use করছি কিন্তু আমি IDM দিয়ে facebook , Flas এবং যে কোন Video Download করসি, এখনও করি। আর আপনি download Bar এর কথা বলতেছেন আমার Browser এ প্রতি Tab এ আলাদা আলাদা Show করে। আপনাকে দেখানো সম্ভব হইলে দেখাইতাম, কারন টিউন করার মত সময় আমার নেই।
আপনি তো রিতিমত আমার ভুল ধরতেছেন, যেটা আপনি নিজেও হয়ত জানেন না। আমি কিন্তু আপনার ভুল ধরিনি শুধু লিখছি যে এটা আগে থেকেই হয়। আর আপনি Patch এর কথা বলতাছেন কেন আমি তো কোন টিউনারের ভাল মন্দ কিছুই বলিনি, আপনি তো কোথাও Patch link দেননি তাই আমি একটি লিঙ্ক দিলাম, আমি তো File Uploae করিনা তাই আরেকজনের লিঙ্ক কপি করে দিয়াসি। তারপরও আপনাকে আমি ধন্যবাদ দিয়াসি কারন অনেকেই এটা জানেনা।
ধন্যবাদ…..