জানি, সবাই ভাল আছেন। আমিও আছি। 😆
আমরা সবাই জানি যে, ভিডিও জগতের সবথেকে বড় সম্ভারের অধিকারি হল Youtube. আর প্রতি সেকেন্ডেই এখানে যুক্ত হচ্ছে হাজার হাজার ভিডিও। বিভিন্ন প্রয়োজনে আমাদের এই সব ভিডিও ডাউনলোড করে রাখতে হয়। আবার আমার মত অনেকে আছি যারা স্লো ইন্টারনেট কানেকশন ব্যবহার করি। কেও কেও আমার মত ফ্রী ও ইউস করি। তাই Youtube বা Dailymotion থেকে ভিডিও ডাউনলোড করে দেখা ছাড়া আর কোন উপায় থাকে না। আবার হয়ত অনেকেই আছি, যারা আজ পর্যন্ত অবগত নই যে Facebook থেকে ভিডিও ডাউনলোড করা যায় কিনা। হ্যা। অবশ্যই যায়। সেটাও আবার দুই Click এ।
So এটা কি ভাবে করবেন।
আপনার তেমন কিছুই দরকার হবে না। শুধু মাত্র 5.54 MB র একটা সফটওয়্যার লাগবে। দাঁড়ান। ডাউনলোড দেয়ার ভয়ে চলে জাবেন না। এই সফটওয়্যার টা মনে হয় আপনার কাছে আছে। না থাকলেও তো থাকার কথা। তবুও যদি না থাকে তাইলে এইখান থেকে ডাউনলোড দিয়ে নেন। হ্যা রে ভাই। এইটা IDM (Internet Download Manager) 6.18 Build 2. বেশি পুরাতন ভার্সন হইলে Facebook এ কাজে আসবে না। আর সুখবর হল। IDM এর এই Latest ভার্সন টা Youtube এ 30 min Resume কেপাবল। আর যারা Trile Time পার করার পর থেকে আর IDM ইউস করতে পারছেন না তারা Patch করে ইউস করতে পারেন। এ ক্ষেত্রে আপনারা Anawar ভাইয়ের Blog এর সাহায্য নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এর সন্ধান দিলাম। উনিও একজন টেকটিউনার।
এবার হল আসল কাজ।
১. আপনি আপনার কাঙ্ক্ষিত YouTube/Facebook/Daily motion এর Link এ যান। Example: http://www.youtube.com/watch?v=BaL2ee7N9b8 ( ভাই ভিডিও টা ডাউনলোড দিয়া দেইখেন। হাসি না পাইলে ৩০MB আমি আপনারে দিব। ) 😆
এইখানে IDM এর একটা Download বার দেখতে পাবেন। পেজ লোড হবার পর বার টা আসতে ৫-১০ সেকেন্ড সময় নেবে।
২. ওই খানে Click করার পর আপনি ওই ভিডিওর বিভিন্ন Format এর Regulation এর list দেখতে পাবেন। পছন্দের Format এ Click করলেই, আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।Resume: No ভয় না। আপনার ডাউনলোড ফাইল টি আসলে Resume: Yes সমর্থিত।
Facebook এর ক্ষেত্রেও একি রকম। তবে হ্যা। Facebook এর ভিডিও তে Play আইকনে Click করার পর IDM এর Download বার টা Show করবে।
Download এ ভাবে হবে...
আমি এইভাবে প্রায় ২০ টা ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড দিয়েছি। যে সকল ওয়েব সাইটএ ভিডিও ডাউনলোড দিতে আলাদা ডাউনলোডারের প্রয়োজন পরে।
নিজে করতে গিয়ে কোন প্রবলেম এ পরলে, অবশ্যই জানাবেন...
===============================================================================
====================================খোদা হাফেয====================================
===============================================================================
আমি Saharia Rifat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি IDM preactiveted version(6.15) use করি।এটির মাধ্যমে youtube থেকে ডাউনলোড করতে গেলে download this audio লেখা আসে এবং ভিডিওর রেজুলেশন দেয় না। সমাধান জানা থাকলে plz একটু জানান।