আমার অনুবাদ কৃত বইঃ ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারীঃ সবাইকে হাদিয়া

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি একজন অনার্স লেবেলের ছাত্র কাচা হাত। মাঝে মাঝে লেখালেখির চেষ্টা করি। বিশেষ করে আরবী থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে চেষ্টা করি। যদিও এখনও কোন বই ছাপা হয়নি। কিছুদিন আগে আমি একটি বই অনুবাদ করেছিলাম আরবী ভাষা থেকে। বইটির নাম: ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী। বইটা খুবই গুরুত্বপূর্ণ বলে আপনাদের সাথে শেয়ার করতে আমার এ টিউন করা। গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি বইটিকে exe ফাইলে এনে ই.বুকে পরিণত করলাম। আমি টেকি না হওয়ার কারণে কিছুটা সমস্যা রয়ে গেছে। তারপরেও আশা করি, যেহেতু পড়ার উপযুক্ত রয়েছে সেহেতু, এ সামান্য সমস্যায় কোন বিরুপ প্রভাব ফেলবে না। এ বইয়ের ভিতরে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে এবং ইহুদী ও খৃষ্টান ধর্ম নারীকে কি অধিকার দিয়েছে তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন মুল লেখক। আশা করি এ বইটি আমাদের জানার পরিধিকে আরো বাড়িয়ে দেবে ইনশাল্লাহ।

সবার কাছে অনুরোধ এ বইটিকে বন্ধু-বান্ধব সহ সকল মানুষের কাছে পৌছানোর ব্যবস্থা করবেন। কারণ, আমরা মুসলমান হওয়া সত্বেও ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে সে সম্বন্ধে তেমন কিছুই জানি না। এটা মুসলমান জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।

বইটি কেমন লাগল? আশা করি আপনারা মতামত দিয়ে বাধিত করবেন।

সকলের নিকটা দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাকে জাতির কাছে আরও বেশী বেশী ভালো ভালো লেখা উপহার দেয়ার তাওফীক দান করেন। আমীন।

ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। (৭২৯ কিলোবাইট মাত্র)

http://www.box.net/shared/c1n5xvrps9

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

boi tir lekhok ke? aktu janaben asa kori

লেখকের নামঃ “ড.শারীফ আব্দুল আজীম পি.এইচ.ডি (কুইন বিশ্ববিদ্যালয়)”

ধন্যবাদ ইসমাইল ভাই, ভাল একটি জিনিস উপহার দেয়ার জন্য। আমি ডাউনলোড করেছি কিন্তু বাংলা লিখাটা পড়া যাচ্ছে না। কি করি বলেন তো?

বইটা সামান্য একটু পড়লাম পরে পুরাটা পড়ব ভাল একটা জিনিস উপহার দিলেন এই জন্য কৃতজ্ঞ আপনার কাছে।সামনে এই রকম আরো বই আশা করছি।
একমাত্র ইসলামই নারীদের সমান অধিকার প্রদান করেছে এবং কোন কোন ক্ষেত্রে বেশী মর্জাদাও দিয়েছে যা অন্য কোন ধর্ম গ্রন্থে নাই এটা প্রমানিত সত্য তাই বিভিন্ন দেশের বেশীর ভাগ ইসলাম গ্রহন কারি হচ্ছে নারী।

    ধন্যবাদ,
    ভাই, দোয়া করে যান ভবিষ্যতে আরো যেন এ রকম কিছু উপহার দিতে পারি।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা বই শেয়ার করার জন্য ।

বইয়ের কিছু অংশ পড়েছি। ভাল লেগেছে। আপনাকে মেইল পাঠিয়েছি একটু দেখবেন …

অনেক ধন্যবাদ। বই এর বেকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করলে ভাল হয়। সাদা রাখলেই ভাল হত। পড়তে সুবিধা হত। ++

    মেগামেন ভাই,
    প্রথম প্রথম এভাবেই করলাম। সামনে ইনশাল্লাহ সে দিকটা বিবেচনা করা হবে। আর টেকি না হওয়ার কারণে এতে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। পরামর্শের জন্য ধন্যবাদ।

মেগামেন says:
অনেক ধন্যবাদ। বই এর বেকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করলে ভাল হয়। সাদা রাখলেই ভাল হত। পড়তে সুবিধা হত। ++

একমত

বই টি অনলাইনে ইউনিকোড ফন্টে পড়ুন। লেখকের অনুমোতিক্রমে ইসলামের স্বার্থে বইটি প্রকাশ করা হলো: ধন্যবাদ লেখককে
http://tutorialbd.com/book/category/islam/woman-islam

Level 0

ভাল জিনিষ তো বটেই, ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ। মুসলিম নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে আমরা মুসলমানরা অনেকেই তা ভালো করে জানি না। সুতরাং, এ বইটির মাধ্যমে আমরা সে বিষয়গুলো অন্যান্য ধর্মের সাথে তুলনামুলকভাবে জানার সুযোগ পাবো ইনশাল্লাহ।

ভাল একটি জিনিস উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভবিষ্যতে আরো এ রকম টিউন উপহার দিবেন বলে আশা করছি।

    আরিফ ভাই,
    ইচ্ছা আছে আরো ভালো ভালো বই অনুবাদ করার। কিন্তু, আমি মনে হয় কিছুটা অলস এবং পড়াশুনাও আছে। আগামী ২রা জুন,২০১০ থেকে অনার্স ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু হবে। দোয়া করেন আল্লাহ যেন আরো ভালো ভালো লেখা জাতিকে উপহার দেয়ার তাওফীক দান করেন।

Level 0

অনেক ধন্যবাদ 🙂

বইটা অরধেক প্রায় শেষ করলাম অনেক দরকারী বই।আপনাকে ধন্যবাদ।

    জাকির ভাই
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ বইয়ের অর্ধেক পড়ে শেষ করার জন্য। আশা করি বন্ধু বান্ধবদের কাছেও বইটি পৌছিয়ে দেবেন যদি ভাল মনে করেন।