ডাউনলোড করে নিন এই বছরের আলোচিত ছবি- The Boy Next Door

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মুভি দেখতে পছন্দ করি। তাইতো মুভি পাগলদের জন্য নিয়ে আসলাম ইংরেজি মুভি দ্য বয় নেক্সট ডোর।

উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। সদ্য বিয়ে বিচ্ছেদ হয়েছে তার। পাশের বাড়ির এক সুদর্শন তরুণের প্রেমের মায়ায় বাঁধা পড়ে যান তিনি। যদিও তাদের বয়সের ফারাক বিস্তর। গল্পটা ‘দ্য বয় নেক্সট ডোর’ ছবির।

দ্য বয় নেক্সট ডোর ছবিতে অনাবৃত হয়ে অভিনয় করে খবরের শিরোনাম হয়েছেন লোপেজ। এতে তার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন রায়ান গাজম্যান। তিনি ৪৫ বছর বয়সী লোপেজের চেয়ে বয়সে অনেক ছোট। তবুও ঘনিষ্ঠ দৃশ্য বাস্তবসম্মত করে তুলতে ডামি ব্যবহার করেননি লোপেজ। পর্দায় যে নারীর শরীর দেখা যাচ্ছে তা লোপেজেরই। অবশ্য তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যগুলোর কাজ করার সময় ভয়াবহ স্নায়ুচাপে ভুগছিলেন রায়ান। তাছাড়া এটাই ২৭ বছর বয়সী এই নায়কের প্রথম কোনো নগ্ন দৃশ্য। ছবিটিতে নিজের নগ্ন দৃশ্যে কাজের জন্য কোনো ডামি ব্যবহার করেননি লোপেজ। যদিও তিনি বলেছেন, রায়ানের সঙ্গে যৌনদৃশ্যগুলো বিব্রতকর আর অস্বস্তিকর লাগছিলো তার।

রব কোহেন পরিচালিত ‘দ্য বয় নেক্সট ডোর’ ২৩ জানুয়ারি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। এর দৃশ্যধারণ হয়েছে মাত্র ২৫ দিন। আর বাজেট ছিলো মাত্র ৪০ লাখ মার্কিন ডলার।

ট্রেলার দেখুন

ডাউনলোড 

চমকপ্রদ ব্যাপার হলো রব কোহেনের কোনো ছবি ৩৫ বছর পর আর-সনদ পেলো। অর্থাৎ এ ছবি দেখতে হলে অপ্রাপ্তবয়স্ক দর্শকদেরকে প্রাপ্তবয়স্ক অভিভাবক সঙ্গে নিতে হবে। ১৯৮০ সালে তার ‘অ্যা স্মল সার্কেল অব ফ্রেন্ডস’ ছবিটি আর-রেটেড পেয়েছিলো। এবারই প্রথম লোপেজকে নিয়ে ছবি বানালেন ‘ট্রিপল এক্স’, ‘ড্রাগনহার্ট’, ‘ডেলাইট’, ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’, ‘স্টিল্থ’ ছবির এই সফল পরিচালক।

SCREENSHOT

Level 2

আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস