আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভাল নাই। ফুটবল খেলতে গিয়ে পা ভেঞ্জে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
যাই হোক। অনেক দিন পর এই টিউনা করেতছি। জানি না কেমন হয়।
আমি আছকে আপনাদের মাঝে একটি সফটওয়্যার শেয়ার করবো তার নাম হলো - Winrar
এটা সম্পকে আর বলার কিছুই নাই। কারন সবারই এর বিষয়ে জানা আছে। তাই আমি শুধু সফটওয়্যারটা দিব।এটি স্বয়ংক্রিয়ভাবে সেরা কম্প্রেশন পদ্ধতি সনাক্ত করে। কোন জিপ বা রার(RAR, ZIP) ফাইল ডাউনলোড করার পর Extract করতে এটি ব্যবহার করা যায়।
WinRAR এর বৈশিষ্ট্য এবং কাজ:
মেল সংযুক্তি আকার কম্প্রেস, RAR, ZIP এবং ইন্টারনেট থেকে ডাউনলোড অন্যান্য ফাইল ডিকম্প্রেস এবং RAR এবং ZIP ফাইল ফরম্যাট নতুন আর্কাইভ তৈরি
WinRAR মাউস এবং মেনু ব্যবহার করে একটি গ্রাফিক ইন্টারেক্টিভ ইন্টারফেস
কমান্ড লাইন থেকে ব্যবহারযোগ্য ইন্টারফেস
স্বয়ংক্রিয়ভাবে সেরা কম্প্রেশন পদ্ধতি সনাক্ত করে
এই সফটওয়্যারটা অনেক আগে থেকেই আমার কাছে ছিলো। আমি একটা গেমস এর কেসেট থেকে কপি করে ছিলাম।
অর তখন থেকে ব্যবহার করতেছি কোন ধরনের সমস্যা ছারা। এই সফটওয়্যারটার কোন লাইসেন্স এর দরকার নাই।
সবছেয়ে মজার বেপার হলো যে - সফটওয়্যারটির সাইজ মাত্র 1 mb. তাহলে আর দেরি না করে এখনই ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সবাই ভালো থাকবেন। আর Post কেমন হলো তা জানাতে ভুলবেন না।
আমি Sajib Howlader। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে পাবেন সকল ধরনের Android এর চমৎকার ও প্রয়োজনীয় অ্যাপ
topsapk.blogspot.com