আমি বরাবরই vlc প্লেয়ার ব্যবহারকারী । কিন্তু যখন আমি ইউটিউব থেকে কোনো গান ডাউনলোড করে শুনি তখন vlcতে অতো ভালো শুনা যায় না । তাই আমি ভালো মিডিয়া প্লেয়ার খোঁজা শুরু করি । কেএম প্লেয়ার নাম অনেক দিন ধরে শুনলেও ব্যবহার করি নাই । তাই কেএম প্লেয়ার ডাউনলোড দিলাম । তাদের সর্বশেষ ভার্সনটি আমাকে অনেক আনন্দিত করলো । এই ভার্সনটিতে আপনি আপনার পছন্দের মুভিকে একত্রে রাখতে পারবেন । তার আইএমডিবি রেটিং কত তাও জানতে পারবেন । ধরুন আপনার কম্পিউটারে আপনার প্রিয় গান গুলি একেক ফোল্ডারে ছড়িয়ে ছিটিয়ে আছে , আপনি কেএম প্লেয়ারের এই ভার্সন দিয়ে তা একত্রে রাখতে পারবেন । এছাড়াও রয়েছে আরো মজার সুবিধা । যেমন ব্রাউজার ব্যবহার না করে ইউটিউব দেখা , ফ্ল্যাশ গেমস খেলা , FTP সার্ভার থেকে ভিডিও ডাউনলোড না করে কেএম প্লেয়ার দ্বারা দেখতে পারবেন । নতুন হিট মুভির আপডেট এবং ডাউনলোড লিংক সহ আরো অনেক কিছু । আর কেএম প্লেয়ারের সাউন্ডের মান অন্য মিডিয়া প্লেয়ার থেকে ভালো ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
amader ki bolod paisen? aita notun ki ?