=======================================================================================
=======================================================================================
অনেক কাজের কাজী মাত্র ১.৬৫ MB এর Software, না দেখলে?????
=======================================================================================
সবাইকে অসংখ্য ছালাম জানিয়ে টেকটিউনসে আমার প্রথম টিউন লেখা শুরু করলাম। যদিও আমি প্রায় ৪ বছর আগে এই বিশাল পরিবারের সদস্য হয়েছিলাম। এর সদস্য হতে পেরে সত্যি আমি গর্বিত। সময়ের অপচয় না করে কাজের কথায় আসা যাক। আমি যে Software এর কথা বলছি তার নাম Stat Bar. আজ হতে প্রায় ৮/৯ বছর আগে ইত্তেফাক পত্রিকার তথ্যপ্রযুক্তি পাতায় এই Software এর web address পেয়ে Download করে ব্যহার করেছিলাম , খুব ভালো লেগেছিল । আশা করছি আপনাদের ও ভালে লাগবে। মাত্র ১.৬৫ MB এর এই Software এর সাহায্যে আপনি তাৎক্ষনিকভাবে জানতে পারবেন আপনার Computer এর Up-time, কি পরিমান RAM ব্যবহার করছেন, কি পরিমান CPU ব্যবহার হচ্ছে , HDD এ কি পরিমান জায়গা ব্যবহার করছেন ও কি পরিমান জায়গা অবশিষ্ঠ আছে, Net Use করলে তার Upload বা Download Speed এর পরিমান কত? ইত্যাদি সহ হরেক রকম তথ্য । আশা করছি আপনাদর অনেক ভালো লাগবে। এই লিংক http://www.mediafire.com/download/zhlhrlcz52y4tno/StatBarSetup.exe থেকে ঝটপট Download করে নিন আর নতুন লিখিয়ে তাই Comment আশা করছি। আমার যতদূর মনে পড়ে, আগে কেউ Techtunes এ এই Software এর উপর কোনো Post দেইনি , তারপর ও কেও দিয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা।
আমি মম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 219 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওডা ২০০৩-২০০৪ এর সফটওয়ার না দিয়ে ২০১৩ সালের সফটওয়ার দিলে খুশি হতাম।
পাগলামী করার জায়গা নাই নাকি?