আমরা অনেকেই বিশেষ করে তরুন প্রজন্ম ইংরেজি গান শুনতে অনেক পছন্দ করি। এর অনেক ভাল দিক আছে। যেমন ইংরেজি ভাল জানা যায়। তবে এর কিছু সাইড ইফেক্টও আছে। আমরা ওদিকে না যাই। ইংরেজি গানের পজিটিব দিক নিয়েই আমার আজকের টিউন।
আমরা ইংরেজি গান শুনি কিন্তু এর বেশির ভাগ অর্থ আমরা বুঝতে পারি না। কারন তাদের উচ্চারন আমরা বুঝতে পারি না। তাই আপনি যদি ইংরেজি গানের সাথে সাথে লিরিকও দেখেন তাহলে গানও যেমন বুঝতে পারবেন ঠিক তেমনি আপনার ইংরেজি শিক্ষাও হয়ে যাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি যাকে বলে।
আপনারা হয়তো ভাবছেন এটা অনেক ঝামেলার ব্যাপার এত লিরিক খুজবো কখন আর গান শুনবো কখন? না এত সহজে হতাশ হয়েন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, গানের লিরিক আপনাকে খুজে বের করতে হবে না। Minilyrics নামের এই ছোট সফটওয়্যারটি গানের লিরিক নিজে নিজেই খুজে বের করবে। আপনি যখন একটি গান প্লে করবেন তখন এটি অটোমেটিক লিরিক খুজে বের করে আপনার স্ক্রিনে তা শো করবে। এছাড়াও গানে যে লাইনটি শিল্পী বলছে ঠিক সে লাইনটির লিরিক বড় করে শো করবে। অর্থাৎ আপনি গানের সাথে গানের কথাও মিল পাবেন।
এছাড়াও সাথে আছে অনেক সুন্দর সুন্দর স্ক্রিন। এটি প্লেয়ার ওপেন করার সাথে সাথে নিজেও ওপেন হবে।
সাথে কীজেন ফাইল এবং প্যাচ ফাইল আছে। যেটা দিয়ে খুশি ফুল ভার্শন করে নিন। আর মজার বিষয় হলো ট্রায়াল ভার্শনেরও মেয়াদ শেষ হয় না তবে এত সুবিধা পাবেন না।
কারো কোন সমস্যা থাকলে মন্তব্যে জানান।
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
বাহ সুন্দর তো, ডাউনলোড দিলাম।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।