সবাই আমার অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আজ আমি আপনাদের সাথে যে প্রোগ্রামটা শেয়ার করব তা হলো AChat v0.140 beta 6 । মাত্র ২.০৩ মেগাবাইটের এই সফটওয়ারটির মাধ্যমে আপনি আপনার LAN (Local Area Network) কানেকশনের সাথে যুক্ত সকল কম্পিউটারের সাথে চ্যাট করতে পারে। শুধু চ্যাটই না এটা সাহায্যে আপনি চাইলে ফাইল ট্রান্সফারও করতে পারেন দ্রুতগতিতে।
1. প্রথমে Software টি এখান থেকে Download করে নিন
2. যে যে কম্পিউটারের সাথে LAN যুক্ত আছে তাতে ইনস্টল করে নিন
3. রান করে ইনজয় করুন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে ও মন্তব্যের আশা করে শেষ করছি আমার আজকের এই ডাউনলোড বিষয়ক টিউন।
-শোয়েব-
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
শেয়ার করার জন্য ধন্যবাদ 😀