কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমাদের অনেক সময় অন্য কোন দেশের সময় জানা লাগে। আমাদের অনেকের আত্মীয় বা বন্ধু-বান্ধব বিদেশে থাকার কারনে মাঝে মাঝে ঐ দেশের সময় জানা লাগে। এছাড়াও ব্যবসায়ের কাজেও সময় জানা লাগে। তাই এই সময় জানাকে আরও সহজ এবং কাজের করে দেয়ার জন্য আমার আজকের টিউন। আজকে আমি যে ঘড়ির কথা জানাবো তার নাম হলো Sharp World Clock।
Windows 2000 / Server 2003 / XP / Vista with .Net framework 2.0
এটি মাত্র 4MB।
Enjoy!!!!!
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
প্রয়োজন হইতে পারে ভাল টিউন আপনাকে ধন্যবাদ।