Usb ড্রাইভ পিসিতে সংযুক্ত করার সাথে সাথে সাধারনত অটোরান হয়।এর ফলে ঐ usb ড্রাইভে থাকা ভাইরাস সহজেই পিসিতে ছড়িয়ে পড়ে।অটোরান বন্ধ থাকলে এ ঝামেলা এবং ঝুকি অনেকটাই কমে যায়। এজন্য আপনি autorun eater নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন,এটি পিসিতে যেকোন প্রকার usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।autorun.inf জাতীয় ভাইরাসও usb থেকে অপসারন করবে।এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার পর আপনার আর তেমন কিছু করতে হবে না।সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভাইরাস আক্রান্ত টাস্ক ম্যানেজার,রেজিস্ট্রি এডিটর,ফোল্ডার অপশন ফিরিয়ে আনতে পারবেন।তো আর দেরী না করে ১.৩৬ মেগার ছোট্ট এই কাজের সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন- http://ziddu.com/download/9682305/autoruneater2.4www.biggani.tk.exe.html
সবাই ভালো থাকবেন।টিউনটি ভালো লাগলে জানাবেন।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
ধন্যবাদ।