পেনড্রাইভের অটোরান ভাইরাস দুর করুন চিরতরে,১০০% গ্যারান্টি!

Usb ড্রাইভ পিসিতে সংযুক্ত করার সাথে সাথে সাধারনত অটোরান হয়।এর ফলে ঐ usb ড্রাইভে থাকা ভাইরাস সহজেই পিসিতে ছড়িয়ে পড়ে।অটোরান বন্ধ থাকলে এ ঝামেলা এবং ঝুকি অনেকটাই কমে যায়। এজন্য আপনি autorun eater নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন,এটি পিসিতে যেকোন প্রকার usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।autorun.inf জাতীয় ভাইরাসও usb থেকে অপসারন করবে।এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার পর আপনার আর তেমন কিছু করতে হবে না।সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে usb ড্রাইভের অটোরান বন্ধ করবে।এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি ভাইরাস আক্রান্ত টাস্ক ম্যানেজার,রেজিস্ট্রি এডিটর,ফোল্ডার অপশন ফিরিয়ে আনতে পারবেন।তো আর দেরী না করে ১.৩৬ মেগার ছোট্ট এই কাজের সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন- http://ziddu.com/download/9682305/autoruneater2.4www.biggani.tk.exe.html

সবাই ভালো থাকবেন।টিউনটি ভালো লাগলে জানাবেন।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

আপনার পিসিতে ভালো কোন এন্টিভাইরাসের লাইসেন্স করা ইন্টারনেট এডিশন থাকলে এটি অপ্রয়োজনীয়- এ কথাটিও টিউনে বলে দিন। কেননা, ফ্রি সফটওয়্যারের খবর পেলেই তা নামানো আর ইনষ্টল করা আমাদের বদঅভ্যাস। মাইক্রোসফট, ”সি” ড্রাইভের ৩০% খালি রাখতে বলে অথচ আমরা দশ পারসেন্টও রাখি না। ফলে ড্রিফ্র্যাগমেন্টও নেয় না। অবশেষে সাহায্য চাই, কেন কম্পিউটার কমান্ড মেনে চলছে না।

You can stop your PC’s autorun option. Just go to Control panel And I’m agree with RIPON vai , good performance anti virus can stop this harassment.

Level 0

ভালো টিউন

এই সফটওয়্যারটির সাইজ মাত্র ১.৩৬ মেগা।তাই রিপন ভাইয়ের সি ড্রাইভের জায়গা বাচানোর বক্তব্যটি এখানে অপ্রাসঙ্গিক।এর চেয়ে সাইজে বড় এমন অনেক সফটওয়্যারের কথা প্রতিদিনই টেকটিউনে লেখা হচ্ছে।সেখানেও সি ড্রাইভের জায়গা বাচানোর কথা স্মরন করিয়ে দেয়া উচিত।কারন সি ড্রাইভের উপর অত্যাধিক সফটওয়্যারের চাপ পড়লে পিসির পারফরম্যান্স খারাপ হবেই।

এন্টিভাইরাসের লাইসেন্স করা ইন্টারনেট এডিশন সবার নেই।যাদের নেই তাদের জন্য সফটওয়্যারtটি খুবই গুরত্বপূর্ন।