কষ্ট করে ঘড়ি দেখার দরকার কি? যদি ঘড়ি নিজেই সময় বলে দেয়!!!!

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে প্রায় সপ্তাখানেক পরে টিউন করলাম। এখন আর আগের মতো উৎসাহ পাই না টিউন করার জন্য। টপ টিউনাররা বা যাদের টিউন ভাল লাগে তারা প্রায় সবাই টিউন করা ছেড়ে দিয়েছে। কেন যে উনারা টিউন করছে না তা আমার বোধগম্য নয়।

এবার কাজের কথায় আসি। আজকে যে সফটওয়্যারের কথা জানাবো তা হলো একটা ঘড়ি। তবে এ ঘড়ি অন্য সব ঘড়ির মতো ভাববেন না। এ ঘড়ি আপনাকে সময় বলে দিবে। পুরুষ বা মহিলাদের কন্ঠে আপনাকে সময় জানান দিবে।

এছাড়াও আরও যেসব সুবিধা পাবেনঃ

  • Text-to-speech সাপোর্ট।
  • Calculator
  • Alarm
  • Calendar
  • Stopwatch
  • Digital or analog displays
  • 30 different languages ইত্যাদি।

Speaking Clock Deluxe works with Windows 95/98/Me/NT/2000/XP & Vista

ডাউনলোড লিঙ্কঃ

Speaking Clock Deluxe v3.62

এটি মাত্র 3.50MB। সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম……….. ভালো। ধন্যবাদ।

    এই টিউনে প্রথম মন্তব্য শাকিল ভাইয়ের!!!!!!
    অসংখ্য ধন্যবাদ।

ভাল, 🙂 তবে আমার বাংলা ভয়েস ক্লক আছে।

    বাংলাটাও ভাল। তবে দুইটাই ব্যবহার করতে পারেন। 😉
    অসংখ্য ধন্যবাদ।

পুরানো ভারসনটা আমার কাছে ছিলো আপনারটাও নিয়ে নিলাম ধন্যবাদ ভাল টিউন।

    পুরানো ভার্সনে Text-to-speech নাই যা এখানে আছে।
    ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।ভবিষ্যতে আপনার কাছ থেকে এইরকম আরো ভাল ভাল টিউন আশা করছি 🙂

    আপনাকেও ধন্যবাদ।
    ভবিষ্যতে আপনার কাছ থেকেও নতুন মন্তব্য আশা করছি। 😛

যাই হোক হাসান ভাই যে আমাদের এখন থেকে হটফাইল এর লিঙ্ক না দিয়ে মিডিয়াফায়ারের লিঙ্ক দিয়ে বড়ই কৃতার্থ করেন তার জন্য আমরা খুব বেশি পুলকিত না হইলে কমেন্ট করিতে ভুলিয়া যাই না,আর এই জন্য আমাদের শুভবুদ্ধির উদয় হইল বটে।
তবে আপনার(নিজের) মনে একটা অতি গুরুত্তপূর্ণ প্রশ্ন জাগিয়াছে যা না বলিলে মন শান্তি হয় না।তা হইল হাসান ভাই সফটওয়্যার এর বন্ধু হিসেবে যে একটা সিরিয়াল সংখ্যা দিয়াছেন , তা কোথায় নিয়া বসাইবো তা বলিয়া যদি আমাদের আরও একটু কৃতার্থ করিতেন তা হলে আপনার নাম আমাদের মনে স্বর্ণাক্ষরে লিখা থাকিবে।

(বাংলা ব্যাকণের নিয়ম অনুসারে লেখার মধ্যে গুরুচন্ডালী দোষ হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী)

    হা হা
    আপনার মন্তব্য আসলেই খুব মজার।
    Full version করার জন্য যা করবেন তা হলো ঘড়ির ট্রে আইকনে রাইট ক্লিক করে দেখুন About/Register…..আছে ঐখানে ক্লিক করলে যা আসবে সেখানে সিরিয়াল কী দিয়ে ok বাটনে ক্লিক করুন।
    ব্যস কাজ শেষ!

Level 0

ধন্যবাদ ভাই।

Level 0

ধন্যবাদ…আপনাকে

ভাল লেগেছে । ধন্যবাদ ।

ডাউনলোড করেছি এবং ধন্যবাদ দিতে ভুলিনাই।আরো সুন্দর সুন্দর টিউন পাবার আশা করছি।

Level New

ভাল লাগল ভাই,ধন্যবাদ।

Nice টিউন।