কেমন আছেন সবাই?আজ আপনাদের সামনে আমি একটি ছোট্ট টিউন নিয়ে হাজির হয়েছি।Windows7 এর বিভিন্ন Feature ক্রমেই আমাদের বিমোহিত করে চলছে,দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।Compatibility প্রবলেমের কারণে অনেকেই Windows XP ছাড়তে পারছেন না,কিন্তু Windows7 এর নজরকাড়া Feature গুলোরও লোভ সামলাতে পারছেন না!আপনাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আজ আমি আপনাদের দিচ্ছি Windows7 এর Sound Pack।আপনার Windows XP তে এই Sound pack ইন্সটল করে পাবেন Windows7 এর মতো Startup,logoff,security alert সহ যাবতীয় Sound Effect।আশা করছি আপনাদের ভাল লাগবে।আপনাদের ভাল লাগাতেই আমার টিউনের সার্থকতা :-)।জানাতে ভুলবেন না যে কেমন লাগলো।
ডাউনলোড করুন এখান থেকে।
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইনস্টল করলাম ভালো লাগলো।কিন্তু কোনো কারনে আনইনস্টল করতে হয় তখন কিভাবে আনইনস্টল করবো ?