আইডিএম(IDM) ৫.১৮ সাইলেন্ট ইন্সটল এডিসন

idm
IDM
সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার আইডিএম আশা করি প্রায় সব ব্লগারই ব্যবহার করে থাকেন এবং এটির সিরিয়াল নম্বর বা ফুল ভার্সন এর জন্য অনেক ঝামেলার অভিজ্ঞতা প্রায় সকলের ই আছে।
আজ আপনাদের এমনই এক ভার্সন দিব যেটি ইন্সটল করা এতই সহজ যে এটিতে ডবল ক্লিক করার পর বুঝতেই পারবেন যে এটি ইন্সটল হয়ে গেছে। সাইলেন্ট ইন্সটল এডিসন সাইলেন্ট এর মতই ইন্সটল এর কাজ করে ।
সবচেয়ে বড় কথা এটি ফুল ভার্সন এবং আলাদা ভাবে কোন সিরিয়াল নস্বর বা ক্রাক করার প্রয়োজন নেয়।

এটি ডাউনলোড করুন এ
http://www.multiupload.com/1XH70AFICB
http://depositfiles.com/en/files/72qvc1j0y

ভাল লাগলে জানাবেন।

Level 2

আমি সৈয়দ মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks dear jerwel……………….

    জামিল ভাই আপনাকে ধন্যবাদ।

    Level 0

    আপনারে অনেক ধন্যবাদ । ইচ্ছে করলে Mediafire থেকে সরাসরি Download করতে পারেন । লিংক নিচে…..

    http://www.mediafire.com/?fgttqjtz4rt 😆

ধন্যবাদ ।

আপ্নারে দেইখাতো মনে হয় আপনি idm এর ব্যাপারে সমাধান দিতে পারবেন ।যদি পারেন একটু দেন তো ।বড় ভেজালে আছি, কোন কিছু ডাউনলোড করার সাহস পাইতাছি না।এখানে ভেজাল গুলা লিখা রাখছি,
https://www.techtunes.io/download/tune-id/23254/।

    আপনার সফটওয়্যার এর ক্ষেত্রে ও একই সমস্যা, কোথায়

    আপনার সফটওয়্যার এর ক্ষেত্রে ও একই সমস্যা, কোথায় যে ফাইল ডাউনলোড হইচে ,খুজে পাই না।

    wellcome.
    আপনি প্রথমে My Documents প্রবেশ করুন তারপর Downloads ফোল্ডার এ যান সেখানে Compressed,Documents,Music,Programs,Video. নামে ফোল্ডার আছে এগুলোর মধ্যে আপনার ডাউনলোড কৃত ফাইল এর ধরন অনুযায়ী save হয় ।

    আমার দেখিয়ে দেয়া লিঙ্ক এ গেলে সমস্যাটার বিস্তারিত বুঝতে পারবেন।
    আপনি যেই নিয়ম দেখাইচেন, তার থেকেও আমি উচ্চতর পদ্ধতির নিয়ম প্রয়োগ করছি কোন লাভ হয় নাই ।
    যেমনঃ tools- Folder option-view-show hidden files and folder.
    এরপর hide extention for known file type = টিক চিহ্ন
    hide protected file operating system=টিক চিহ্ন

    তবুও ফাইল যে জায়গায় ডাউনলোড করতে কইচি, সেই খানেতো দুরের কথা, আপনার জায়গায় ও খুজে পাই নাই ।

    আরো উচ্চতর নিয়ম বলিঃ run-regedit-enter-hkey lokal mechine-software-internet download manager-delect.

    এই কাজ তা করচি কারণ idm uninstall করার পর ও সিরিয়াল কী অথবা আরও কিছু ফাইল থাইকা যায়। ঐ গুলারে delete কইরা দিসি , যাতে idm এর নতুন কোন ভারসন এর ভাল সিরিয়াল কী দিলে যেন সমস্যা না করে।কিন্তু তবুও কাজ করে না।
    সার্চ দিয়াও খুজে পাইলাম না, কই যে লুকাইলো ?

    ***** এবার সমাধান দেন ভাই ।please.

    সরি,
    এরপর hide extention for known file type = টিক চিহ্ন উঠাইয়া দিসি
    hide protected file operating system=টিক চিহ্ন উঠাইয়া দিসি

    আপনার দেয়া লিংকে IDM নিয়ে কোন শব্দ নেই।

    যাই হোক প্রবাসী ভাই সমাধান করে দিয়েছেন, আমি যেই লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক এ গেলে টেকটিউন কেনো জানি redirect করে অন্য টিউনে নিয়ে যায়।

Level 0

Vai download korsi, install to hoi na——

জুয়েল ভাই, এবাউট আইডিএম এ ক্লিক করলে সাইলেন্ট এডিশনতো দেখায় না । ভাই এটাতো মনে হয় ক্রাক করে আপলোড করা । 🙂
(ধন্যবাদ)

জুয়েল ভাই, আইডিএম এর

    জুয়েল ভাই, আইডিএম এর এই ভার্সনটি হলো ৫.১৮ বিল্ড ৩ কিন্তু বর্তমানে বের হয়েছে ৫.১৮ বিল্ট ৮ । আপনার প্রদত্ত ক্রাককৃত এই ভার্সনটি ইনস্টল করার পর আপডেট করলে ফ্যাক সিরিয়াল দেখাবে মানে একে আপডেট করা সম্ভম নয় ।
    আমার কাছে আইডিএম এর সকল ভার্সনের ক্রাক ফাইল আছে কারো দরকার হলে……………
    [email protected]

    রুহুল ভাই আমার টা সাইলেন্ট এডিসন কোন সিরিয়াল নস্বর বা ক্রাক করার প্রয়োজন নেয়।আপডেট না করায় ভাল।
    আপনার ক্রাক দিয়ে কি আপডেট করা যাবে?

জুয়েল ভাই, আইডিএম এর লেটেস্ট ভার্শন ডাউনলোড করে মুহুর্তের মধ্যেই ক্রাক করা যায় এবং একে যখন তখন ইনস্টল/ আইনস্টল করা যায় । এরকম প্রোপার্টিস আপনারটির নেই । 🙂
( ধন্যবাদ)