কেমন আছেন সবাই । কিছুদিন ধরেই টিউন করতে পারছিলাম না । অবশেষে আমাদের সকলের প্রিয় Techtunes is back now । তাহলে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আমরা অনেকেই Gpmms দিয়ে ফ্রি নেট ইউজ করে জিপিকে ইচ্ছামত হরহামেসা বাশ দিচ্ছি।কিন্তু অনেকেই idm দিয়ে ডাউনলোড করতে নাকি ঝামেলাই পড়ছেন। এ নিয়ে অনেক টিউনও এসেছে।টিউনগুলা আমি নিজেও দেখেছি । অনেকগুলা একটু জটিল । আর কিছু ট্রিক্স কাজ হয়েও হয় না।তাই আজ আপনাদের জন্যে এর অত্যন্ত সহজ সমাধান। মাত্র কয়েক ক্লিকেই আপনি পেতে পারেন এর সুষ্ঠু সমাধান।এর জন্যে প্রথমে profile menu থেকে proxification rules select করুন। তারপর নিচের স্ক্রীণ শটের মত কাজ করুন-
২য় স্ক্রীণ শট-
এবার দেখুন নিচের মত একটা নতুন আইটেম যুক্ত হয়েছে-
সবশেষে OK তে ক্লিক করে বেরিয়ে আসুন। আজ তাহলে এ পর্যন্তই ।ওহ আর একটা কথা বেশি বেশি করে কমেন্ট করবেন দয়া করে । কারন কমেন্টই হল টিউনের প্রাণ।
আমি হিমেল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব ভাল।আগে থেকে জানা ছিল,তার পরেও আপনাকে ধন্যবাদ।