কথাবলা notepad এবং সাথে থাকছে আর ও একটি software…………..(সংগ্রহ করুন) ।

 

                                                       

                     

 

আজকে একটি সুন্দর notepad এর কথা বলবো । যা সুন্দরতো বটেই ! পাশাপাশি উইন্ডোজের নোটপ্যড থেকে একেবারেই different । নাম speaking notepad । যে notepad টি সব কাজের পাশাপাশি কথা বলতে পারে । প্রথমেই notepad এর picture টি দেখে নিন ।তাহলেই বুঝবেন।

 

                            

 

আপনি এই notepad এ ইংলিশে যা ইচ্ছে তাই লিখে উপরের play button এ click করুন ।ও আপনাকে  আপনার setting অনুযায়ী word or sentence আকারে পড়ে শোনাবে ।আপনার ইচ্ছা অনুযায়ী speed,pitch কমিয়ে বাড়িয়ে শুনতে পারেন ।এমনকি আপনার কম্পিউটারে থাকা যেকোন বড় text or pdf ফাইল এই notepad এ open করে play বাটন চালু করলে ও আপনাকে পড়ে শোনাবে । এবং আপনি speech টি audio আকারে ও save করে রেখে যেকোন সময় enjoy করতে পারেন,তবে আপনি যখন আপনার কম্পিউটারের text or pdf file open করতে যাবেন তখন আপনাকে 2টা plugin setup দেওয়ার কথা বলবে ।plugin ২টি setup দিয়ে নিবেন সামান্য সময়ের মধ্যে plugin ২টি setup হয়ে যাবে ।এই notepadটিতে ms word এর অনেকগুলো tool এমনকি bookmark করার ব্যবস্থা আছে ।

তাহলে চলুন speeking notepad টি download করে নিই ।সাইজ 3.82mb ।serial key সাথেই দেওয়া আছে ।

                              

                                                                     

 

install শেষে helpmenu তে যেয়ে serial key টি active করুন আর enjoy করুন আপনার speeking notepad ।

 

                                               

 

                                                

আজকে আর ও একটি software share করবো । ।সফটওয়্যারটির নাম “PDF Image Extraction Wizard v4.0” সাইজ 1.83mb ।serial key সাথেই আছে।

 

                                                                            

 

 অনেকসময় আমরা ইচ্ছে করলেই pdf file থেকে পছন্দের picture টি save করতে পারিনা ।সেক্ষেত্রে এই software টি দিয়ে আপনি pdf ফাইল থেকে আপনার পছন্দের ছবিটি অতি সহজেই save করতে পারবেন  install শেষে serial key দিয়ে next চাপুন ।

এমন একটি picture আসবে:

 

                                         

 

দাগ করা ঘরে click করে pdf ফাইল আনুন ।ছবিটি কোথায় save হবে output folder থেকে select করে next press করুন ।ইচ্ছে করলে ছবিতে password add করে নিতে পারেন ।এরপর পছন্দের format,rotate flipএগুলো select করে start button press করুন আর দেখুন কত সুন্দরভাবে আপনার পছন্দের picture গুলো save হয়ে গেছে ।

                       

                                  সফটওয়্যার ২টি আশা করছি আপনারা উপভোগ করবেন ।

                                                 

                                                                 “ধন্যবাদ সবাইকে”

          

  

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্বপ্না আপু speeking notepad আনকমন টিউনস ও “PDF Image Extraction Wizard v4.0” দরকারি টিউনস যা অনেকেই কাজে লাগবে , আপনাকে ধন্যবাদ।

    প্রথমেই এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। ওয়ার্ড ডকুমেন্ট এর স্পিকিং এর জন্য আরো দেখতে পারেন নিচের টিউনটি
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12461/

আপু এটা আনকমন টিউন ও PDF Image Extraction Wizard v4.0 দরকারী টিউন। খুব ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।

শোকরান।

কতৃপক্ষের দৃষ্টি আকষন করতেছি ।আমার আজকের টিউনটি কয়বার দেখা হয়েছে show হচ্ছেনা কেন? pls help me.

Great tune…….
Carry on madam

Wow. Great ….

দারুন টিউন,শেয়ার করায় ধন্যবাদ ।

শেয়ার করার জন্য ধন্যবাদ । ওয়ার্ড ডকুমেন্টের স্পিকিং এর জন্য নিচের টিউনটি কারো দরকার হলে দেখে নিতে পারেন….
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12461/

প্রশ্নঃ আপনি আগের টিউনে advance run নামে যে সফটওয়্যারটি দিয়েছেন, সেটাতে দেখা যেত আমি যদি start-run এ ক্লিক করি advance run সফটওয়্যারটি অপেন হয়। আজকের টিউনে নোটপ্যাড এর ক্ষেত্রে ও কি একই ঘটনা ঘটবে , মানে আমি start-programes-Accessories-notepad এ ক্লিক করলে কি আপনার সফটওয়্যার অপেন হবে ?

( সফটওয়্যার এখন ডাউনলোড করি নি , তাই এ প্রশ্ন )

আমার মতো যারা একেবারেই নতুন টিউনার/ ইন্টারনেট ইউজার- তাদের বুঝতে একটু সমস্যা হলেও আপনার টিউনের বিষয়বস্তু, উপস্থাপনা বরাবরই হাই টেক। টিউনও যে লাইভ হয়, আপনার টিউনে তা বুঝা যায়।

    আপনাদের ভাল লাগলেই টিউনের স্বাথকতা । এত সুন্দর কমেন্টসটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀

আমি স্পিকিং নোটপেড ডাউনলোড করার পর ডবল ক্লিক করে ইন্সটল হচ্ছেনা ,দয়া করে সাহায্য করবেন?

    আসলে এটি এত সহজ একটি সফটওয়্যার ইনস্টল হতে কোন ধরনের সমস্যা হওয়ার কথাই না । কম্পিউটারে অন্য কোন সমস্যা না থাকলে pls আরেকবার try করে দেখুন । ধন্যবাদ ।

ভাল টিউন আপনাকে ধন্যবাদ।

    ভাইয়া আপনি এই প্রথম আমার টিউনে মন্তব্য করেছেন, আমার কাছে খুব ভাল লাগছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

স্বপ্না >>> বাহ্ !!! কথাতো বেশ ভালোই বলে…
~ !

এমন টিউন চাই