আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- (r.amin67@yahoo.com)
আমি Combined Community Codec Pack ব্যবহার করি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেই সব ফাইল চলে আমার পিসি’তে। এমনকি আজকালের হাই ডেফিনিশান .m2ts ফাইলও চলে বেশ ভালোভাবেই। আমাকে কখনো একাধিক প্লেয়ার ব্যবহার করতেই হয়নি।
আমার একটা প্রশ্ন আছে, কোডেক লাগেনা এই কথা কি ঠিক? এই প্লয়ারের ইনস্টল ফাইলের মধ্যেই নিশ্চয় কোডেক প্যাক দেওয়া আছে, নয়তো কিকরে সব ফাইল চালানো সম্ভব বলুন?