চলুন খুব সহজেই নিজেরাই বানিয়ে ফেলি উইন্ডোজের Backup & Restore CD । সাথে দেখাব নিয়মাবলী (1st part)

 

                                                 

 

        আসলে বার বার উইন্ডোজ সেটাপ দেওয়া এবং সফটওয়্যারিং করা সময় সাপেক্ষ ব্যাপার ও খুবই ঝামেলার ।কিন্তু আপনি যদি একবার windows setup & প্রয়োজনীয় softwareগুলো install দিয়ে উইন্ডোজের backupনিয়ে রাখেন তাহলে যেকোন সময়ে উইন্ডোজের কোন provlem হলেই সাথে সাথে backup file টা restore করলেই হবে ।এবং restore হতে মাত্র ৫-৭ মিঃ সময় লাগবে ।আপনাকে আর নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হবেনা । সফটওয়্যারিং ও করতে হবেনা ।উইন্ডোজের সাথে যদি ও default backup & restore system আছে কিন্তু এগুলো দিয়ে তেমন ভাল কাজ হয়না ।

এই কাজটি করার জন্য প্রথমেই একটি ghost cd বানাতে হবে । আজকে আমি দেখাব কিভাবে আপনারা cd টি তৈরী করবেন ।তারপর সামনের টিউনে দেখাব  এই cd থেকে backup & restore দেওয়ার নিয়ম ।নতুনরা ও ভয় পাওয়ার কিছু নেই ।খুব সহজভাবে আমি দেখাবার চেষ্ঠা করবো । আশাকরি পেরে যাবেন ।

 GhostCd টি তৈরী করার জন্য প্রথমেই  লাগবে  ছোট ২টি software ।মাত্র 5.59mb ।

 

                                            

ডাউনলোড হলে extract করে প্রথমেই iso burner software টি install করে computer restart করুন । এবার all programme থেকে active iso burner software টি open করুন এমন একটি page open হবে ।

                                     

                                           

 

লাল দাগ করা ঘরে ক্লিক করে  Norton ghost software টি open করে cdrom drive এ একটি blank cd দিয়ে burn option এ click করলেই সামান্য সময়ের মধ্যে আপনার ghost cd টি তৈরী হয়ে যাবে ।burn complete হলে cd টি automatic বের হয়ে যাবে ।আর এই cd টি দিয়েই আমরা পরবতীতে উইন্ডোজের backup & restore করার নিয়মগুলো শিখে যাব ।

আমি mediafire এর link এমনকি খুব সহজভাবে উপস্থাপন করবার চেষ্ঠা করেছি । এবং এটা খুবই কাজের টিউন ।জানিনা আপনাদের কেমন লেগেছে । আশা করি কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন ।

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta ki vista teo kaje debe ?

    অবশ্যই সব windows এর জন্যই প্রযোজ্য । প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে ।

সুন্দর হয়েছে।

পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম

তাড়াতাড়ি পরের পোস্ট করুন।

    ইনশাল্লাহ ২,১ দিনের মধ্যেই করার চেষ্ঠা করবো । ধন্যবাদ ।

Sister It’s Very old.
Already 2 years ago i know it.
by the by thanks.

    :Dআপনার নামটাই মাস্টার :D.তাই সব কিছু আগে জানাটাই………… স্বাভাবিক. নতুনদের অনেক কাজে আসবে।সফ্টওয়ারটি দেখলাম নতুন verson।
    ধন্যবাদ স্বপ্নাকে। অনেক প্রয়োজনীয় এই টিউনটির জন্য।2nd পাট এর অপেক্ষায় ……।

    যারা জানেন না তাদের জন্যই মূলত আমার এই টিউন । আপনাদের ২জনকেই ধন্যবাদ ।

Level 0

হিরেন বুট সিডি দিয়ে এই কাজটি করা যায় ধন্যবাদ ।

    হিরেন বুট সিডিতে অনেকগুলো software আছে যা একজন দক্ষ ব্যবহারকারীর জন্য প্রযোজ্য । কিন্তু আমি খুব সহজেই backup & restore করবার পদ্ধতিটা দেখাবার জন্যই আমার এই টিউন করেছি । ধন্যবাদ ।

    হিরেনের সাইজ ১৫০মেগাবাইট যা আমজনতার জন্যে অনেক বেশী।

প্রথমে আপনাকে ধন্যবাদ ।আমি জানতে চাই যে এই কাজ করতে হলে তো আমাকে যে কম্পিউটারে কাজটা করবো, সেটাতে রাইটার থাকতে হবে। কারন আমার desktop কম্পিউটারে রাইটার নাই লেপটপে রাইটার আছে।

    তাহলে laptop দিয়েই সেরে ফেলুন । ধন্যবাদ ।

আমার জানা মতে, norton ghost দিয়ে pata cable যুক্ত hdd এর বেকআপ নেয়া যায়।কিন্তু বর্তমান sata cable যুক্ত hdd এর বেকআপ নেয়া যায় না।

    ধন্যবাদ আপনাকে । আমার কম্পিউটারে SATA HDD অনেক ভালো কাজ করেছে। 😀

পরবর্তী টিউনের আগে বলা যাচ্ছে না কেমন লেগেছে !!!
(জানিনা আপনাদের কেমন লেগেছে । আশা করি কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন ।)

windows 7 এ করা যাবে কি ?

    উইন্ডোজ seven আমার এক বান্ধবী ব্যাকআপ &রিস্টোর অনেক সুন্দর কাজ করেছে।
    সুন্দর প্রশ্ন টি করার জন্য ধন্যবাদ আপনাকে।
    😀

Level 0

স্বপ্না আপনাকে ধন্যবাদ । Software এর Link টা দেয়া দরকার ।

http://bdearn.tk/

Almaraj ভাই , কোন সফ্টওয়ারের লিংক দেওয়া দরকার pls বুঝিনাই একটু পরিস্কার করে বলেন ।

Level 0

vai ar jonno sob cheye best holo “Acronis True Image Home ২০১০” software ti dia apni multi computer a eksate xp setup korte parben …….ar restore deowao easy then norton Ghost. download it from http://9down.com search” “Acronis True Image Home” ।

    ধন্যবাদ আপনাকে । আপনি যেই সফ্টওয়ারটির কথা বলেছেন সেইটা মনে হয় যাদের কম্পিউটার সাভিস সেন্টার আছে তাদের জন্য ভালো।

পরের পর্বর জন্য অপেক্ষা…

অপেক্ষায় আছি…………………………………………..

২য় পর্বের!!

আপু অনেক দিন আগে করা মনে হয় আপনার এই টিঊনটা । আমি নতুন ইউজার টেকটিউনস এ। এক ভাইয়ার কাছ থেকে লিঙ্ক পেলাম। ধন্যবাদ অনেক অনেক।

স্যরি, এটাতো পুরোনো না। আমি নিজেই সময় দেখতে ভুল করেছি।

Level 0

আপনার লিংটা তো কাজ করছে না? নতুন একটি লিংক দিন?
আপনার ২য় পার্টটা আমার খুব ভাল লেগেছে?

Renew the link please …..link isn’t workiong.