সহীহ বুখারীর বাংলা অনুবাদ (তাওহীদ পাবলিকেশন্স) সকল খন্ড ডাউনলোড করুন! ‘mediafire’ লিঙ্ক!!

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে সহীহ বুখারীর আরেকটি বাংলা অনুবাদের সাথে পরিচয় করিয়ে দেব। অনেকেই হয়তো ইন্টারনেট থেকে সহীহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদটি ডাউনলোড করেছেন। কিন্তু এই অনুবাদটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। বাংলাদেশের পবিত্র কুরআন এবং সহীহ হাদীসের অনুসারীদের কাছে এটি একটি পরিচিত নাম।

আমরা সবাই জানি যে- বিভিন্ন হাদীস সংকলের মধ্যে সহীহ বুখারীর মর্যাদা সবার উপরে। বলা হয়ে থাকে যে- আল্লাহ্‌তায়ালার কিতাব পবিত্র কুরআনের পরে মানব সঙ্কলিত কোন বিশুদ্ধ কিতাব যদি থেকে থাকে, তাহলে সেটা সহীহ বুখারী।

যদিও বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকেই সহীহ বুখারীর বাংলা অনুবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু বেশীরভাগ প্রকাশনীর অনুবাদই সহজবোধ্য নয়, আবার অনেক প্রকাশনী থেকেই অনুবাদের ক্ষেত্রে শব্দের অর্থের যথার্থতা কিংবা সঠিক মর্মার্থ রক্ষা করা হয়নি। তাই সঠিক শব্দার্থ ও মর্মার্থ বজায় রেখে এর সঠিক অনুবাদ প্রকাশ জরুরী ছিল। আর সে কাজটিই করেছে তাওহীদ পাবলিকেশন্স। শব্দের সঠিক অর্থ এবং অর্থের ধারাবাহিকতা বজায় রেখেই এর বাংলা অনুবাদ করা হয়েছে। আপনারা সহীহ বুখারীর এই অনুবাদের দ্বারা আরও বেশী উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ্‌।

মূল আরবীঃ শাইখ ইমামুল হুজ্জাহ ‘আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহীম বিন মুগীরাহ আল বুখারী আল-জু’ফী'

বাংলা অনুবাদ ও প্রকাশনাঃ তাওহীদ পাবলিকেশন্স

তাওহীদ পাবলিকেশন্স থেকে প্রকাশিত ৬ টি খণ্ডই আপনারা নিচে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইনশা আল্লাহ্‌।

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ১ ডাউনলোড

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ২ ডাউনলোড

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ৩ ডাউনলোড

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ৪ ডাউনলোড

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ৫ ডাউনলোড

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স) খণ্ড ৬ ডাউনলোড

যদি কেউ তাওহীদ পাবলিকেশন্স এর সহীহ বুখারী নিয়ে আগে টিউন করে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করছি।

হাতে সময় থাকলে ইসলাম সম্পর্কে জানতে নিচের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেনঃ

http://islamerpoth.com

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমসাময়িক হাদীসগ্রন্থ গুলোর মধ্যে এটা সবচেয়ে ভাল, আমার কাছে সবচেয়ে ভাল লাগে এই কারণে যে এইটা তে একটা হাদীস অন্যান্য কোন প্রকাশনীর কোন খন্ডে দেওয়া আছে বা সিয়াহ্‌ সিত্তাহ্‌ এর অন্য কোন বইয়ে দেওয়া আছে তার সুন্দর reference দেওয়া আছে। ধন্যবাদ ভাই এত সুন্দর উপহার দেওয়ার জন্য

খুব ভালো। ডাউনলোড দিলাম।

Level 0

জাজাকাল্লাহু খইর, ভাই অনেক ভাল একটি পোস্ট করেছেন।

Level 0

মন্তব্যের জন্য সবাইকেই ধন্যবাদ। কিন্তু সকল কৃতিত্ত পাওনা তাঁদের, যারা অসামান্য শ্রম দিয়ে এটাকে PDF করেছেন এবং আপলোড করেছেন। আপনারা তাঁদের এবং আমার জন্য দোয়া করবেন।

নিচের সাইটে কয়েকটি সুন্দর বই আছে আপনি চাইলে পোস্ট করতে পারেন।

http://www.waytojannah.com

সুনান আবূ দাউদ এর প্রথম খন্ডটিও যোগ করতে পারেন । http://www.waytojannah.com/sunan-abu-daud-bangla/

সবগুলো খন্ড ইন্টারেকটিভ লিংক সহ এখানে ।

http://www.waytojannah.com/sahihul-bukhari-tawheed-publications-with-interactive-link/