আসসালামুয়ালাইকুম...আশা করি সিয়াম সাধনার এই পবিত্র মাসে ভাল ই আছেন, আল্লাহ এর রহমত এ আমি ও আলহামদুলিল্লাহ্ ভাল । গত টিউনটা ভিডিও নিয়ে করেছিলাম, একটি মাত্র সফটওয়্যারে বড় বড় পিসি ফরম্যাট এর ভিডিও ফাইল থেকে মোবাইল ভিডিও ফরম্যাট এ আনার সবচেয়ে ভাল একটা সফট্ওয়্যার নিয়ে পোস্ট করেছিলাম...! আর আজ বলব অডিও গানকে রিংটিউন বানানো, সাইজ কমানো, অডিও সিডি থেকে এমপি৩ ফরম্যাট এ নিয়ে আসা, বিভিন্ন অডিও ফরম্যাট থেকে এমপি৩ (MP3) ফরম্যাট এ নিয়ে আসার অসাধারন একটা সফটওয়্যার নিয়ে । মাত্র ২.৩ মেগাবাইট এর সফটওয়্যারটি নামিয়ে নিন নিচের লিঙ্ক থেকে-
লিঙ্ক- http://www.mediafire.com/?53k5s32v0sw6s4b (RAR file) পাসওয়ার্ড : foysal
Screen Short দেখে এবং নিচের বর্ণনা দেখে বাদ বাকি জেনে নিন ।
Screen Short > http://www.mediafire.com/view/m44ll0joocdxeco/My_Post.jpg
১। Option : এখান থেকে আপনি ইচ্ছে মত সেটিংস্ পরিবর্তন করে নিতে পারবেন ।
২। MP3 থেকে Wav ফরম্যাট এ নিতে এই অপশন Use করুন ।
৩। Wav থেকে MP3 ফরম্যাট এ নিতে এই অপশন Use করুন ।
৪। অডিও সিডি থেকে MP3 বানাতে ই অপশন Use করুন ।
৫। সিডি থেকে Wav ফরম্যাট এ Extract করতে ই অপশন Use করুন ।
৬। অডিও গানের সাইজ কমাতে এই অপশন এ নতুন উইন্ডো আসবে, ওইটা ব্যবহার করুন ।
এবং রিং টিউন বানাতে-
ক । Open থেকে আপনার গানটি ওপেন করুন ।
খ । গান টি ওপেন হলে নিল কালার এ সম্পূর্ণ বক্সটি পূর্ণ হবে, আপনি মাউস দিয়ে আপনার নির্দিষ্ট অংশটি সিলেক্ট করুন ।
গ । Play দিয়ে সিলেক্ট করা অংশটা শুনে নিন ।
ঘ । সব কিছু টিকটাক থাকলে MP3 তে ক্লিক করে আপনার Saving Location টা দেখিয়ে দিয়ে Save করুন ।
(বিঃদ্রঃ "ঘ" নাম্বার এ আপনি MP3 ছাড়া অন্য ফরম্যাট এ ক্লিক করে, সেই ক্লিকক্রিত ফরম্যাটে ও আপনার ফাইলটা Create করতে পারবেন)
আর সব শেষে একটা কথা, গানের সাইজ কমবে, কিন্তু গানের মান (quality) কমবে না, এ রকম অ্যাড দেয়া সফটওয়্যার Download করা থেকে বিরত থাকুন, কারন আগেই জেনে নিন...এটা আবগুজি ছাড়া কিছু নয়, কারন সাইজ কমলে, গানের মান (quality) ও কমবে...!
ভিডিও নিয়ে করা আমার আগের টিউনটি > https://www.techtunes.io/download/tune-id/227207
কেমন লাগল, জানাতে ভুলবেন না । আর ও হে, বলতে ভুলে গেছি...এটা যদি আপনার জানাশুনা সফটওয়্যার হয়, এ নিয়ে কথা না বললে ই খুশী হব, কারন আপনার জানা থাকতে পারে...কিন্তু আমার পোস্টটা তাদের জন্য, যারা জানে না । ভাল থাকবেন ।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
গানের মানের পরিবর্তণ হবে কি?