আসসালামুআলাইকুম ! আশা করি পরম করুণাময় আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন ।
আল-কোরআন মানব জাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে এক অমূল্য উপহার । জীবনে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম কিন্তু কোরআন এর জ্ঞান যদি শূন্যের কোটায় থাকে তবে বলতে হবে, কোট প্যান্ট পরা ঐ সাঁতার না জানা বাবুর মত সে জীবনের ষোল আনাই মিছে ! আমরা তো সচেতন, আসুন আমাদের জীবনটাকে কোরআনের জ্ঞানে আলোকিত করি, নিজেদের মুক্ত করি অবিদ্যা, জাহেলিয়াত থেকে । মাতৃভাষায় কোরআন এর মর্মবাণী উপলব্ধির জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শবে বরাতে প্রকাশিত হয় - "আল কোরআন । বাংলা মর্মবাণী "
আপাতত পবিত্র কোরআনের ৩০ তম পারা বা আমপারার ৩৭টি সূরা এবং সূরা ফাতিহা ও আরও ৭টি সূরা নিয়ে মোট ৪৫টি সূরার বাংলা মর্মবাণী করা হয়েছে । আমপারার সূরাগুলোর পাশাপাশি সপ্ত সূরায় রয়েছে সূরা লোকমান, সূরা ইয়া-সীন, সূরা ফাতাহ, সূরা হুজুরাত, সূরা আর রাহমান, সূরা ওয়াকিয়া ও সূরা মূলক। এরই সঙ্গে সবার শুরুতে রয়েছে সূরা ফাতেহা ও সবার শেষে আয়াতুল কুরসীর বাংলা মর্মবাণী। বাংলা মর্মবাণী গ্রন্থণা এবং অডিওতে কন্ঠ দিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারী মহাজাতক । এটা আসলে হুবহু আক্ষরিক অনুবাদ না বরং প্রতিটি আয়াতের মর্মার্থ ।
ডাউনলোড -
পিডিএফ - "আল কোরআন । বাংলা মর্মবাণী " (1 mb)
অডিও - "আল কোরআন । বাংলা মর্মবাণী " (29 mb)
এছাড়াও এটি বই আকারে পাবেন কোয়ান্টাম ফাউন্ডেশনের যেকোন সেন্টার-শাখা-সেলে । বইটার আকার বেশ ছোট এবং সুন্দর , যা সবসময় কাছে রাখতে পারেন এবং অন্যকে উপহার হিসেবে দিতে পারেন ।
আসুন নিমগ্ন হই আল-কোরআন এর বাংলা মর্মবাণীতে । বর্তমান যুগে কোরআন নিজে জানা এবং অন্যকে জানানোর চেয়ে ভালো কাজ আর দ্বিতীয়টি নাই ! তাই আসুন নিজে আলোকিত হই এবং চারপাশের মানুষকে আলোকিত করার চেষ্টা করি । পরম করুণাময় আমাদের কবুল করুন ! আমিন !
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।