সবাইকে প্রথমে সালাম জানাই। আশা করি সবাই ভাল আছেন। আজকে যে সফটওয়্যারের কথা জানাবো তা ছোট সাইজের একটা সফটওয়্যার। কিন্তু সাইজে ছোট হলে কি হবে? কাজ কিন্তু অসাধারন। কথায় আছে "ছোট মরিচের জাল বেশী"। যার জলন্ত প্রমান এই সফটওয়্যারটি। এর মাধ্যমে খুব সহজেই আপনি যে সকল কাজ করতে পারবেন তা সাধারনভাবে করতে বেশ ঝামেলা এবং সময়ের ব্যাপার। এই সফটওয়্যারের নাম হলো Clear History Easy। এটা দিয়ে খুব সহজেই আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিষ রিমুভ করতে পারবেন।
আপনি যদি এসব মুছে ফেলেন তাহলে কম্পিউটারের গতি যেমন বাড়বে ঠিক তেমনি জায়গাও খালি হবে। তাছাড়া মজিলা অনেক দিন ব্যবহার করার পর ওপেন হতে একটু সময় নেয় কারন Browsing history,cache (temporary files),cookies ইত্যাদি জমে যাওয়ার কারনে। এখন আপনি যদি কয়েক দিন পর পর এগুলা মুছে দেন তাহলে মজিলা সবসময় থাকবে নতুনের মতো!
তাহলে আর দেরি কেন? এখনি সব অকাজের জিনিষ মুছে ফেলুন।
সাবধানতাঃ আপনার পাসওয়ার্ড যদি মুছে না ফেলতে চান তাহলে stored passwords বক্সটি আনচেক করে দিন। না হলে সব কিছুর সাথে পাসওয়ার্ডও মুছে যাবে।
Clear History Easy 4.1.8.6
এট মাত্র 1MB। সাথে প্যাচ ফাইল আছে Full Version করার জন্য।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
oh, নো, এত ঝাল কেন ? কম্পিউটারতো ঝালে পুড়ে যাবে, এখন কি করি।