বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন, অনেক চিন্তা ভাবনা করে একটি মান স্মমত টিউন করার চেষ্টা করলাম। জানিনা টিউনটি মানসম্মত হলো কিনা। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের এই টিউন।
আপনারা সকলেই জানেন আমাদের দেশে অনেক কম্পিউটার ল্যাব আছে। তাছাড়াও বিভিন্ন স্কুল কলেজে ও বড় মাপের কোন প্রশিক্ষণ সেন্টার আছে। সেখানে শিক্ষার্থীরা নানা রকম কাজে লিপ্ত থাকে। এগুলোর উপর সরাসরি নজর রাখা দরকার পড়ে। আর এগুলো এমন এক প্রকার রিমোর্ট সিসটেম করা থাকে যেটার মাধ্যমে শিক্ষক শ্রেনীর সবগুলো কম্পিউটারের উপর নজরদারি করতে পারেন। এছাড়া যাদের সাইবার ক্যাফে আছে বা পরিচালনা করেন তাদেরও এটা করার প্রয়োজন হয় (যেমন, আমার প্রয়োজন হয়)। আর এই বিষয়ের উপরই বিভিন্ন গবেষনার মাধ্যমে তৈরি করা হয়েছে ClassroomSpyProfessional সফটওয়্যার। এটা ফলে আপনি আপনার কম্পিউটারে বসে, আপনার মনিটরে সহজেই দেখতে পারবেন আপনারে নেটওয়ার্কে কম্পিটার গুলোতে কে কি করছে তাছাড়া দরকার হলে আপনি ম্যসেজ পাঠিয়ে কোন তথ্য জানাতে পারেন।
ClassroomSpyProfessional সফটওয়্যার এর দুইটা পার্ট আছে। একটা হলো Console আর একটা হচ্ছে Agent।
আপনি যেই কম্পিটার থেকে রিমোট এক্সেস করতে চান সেটাতে Console ইনস্টল করতে হবে। আর যে পিসিগুলোকে মনিটর করতে চান সেখানে Agent ইনস্টল করা থাকতে হবে। মূল সেটাপ ফাইলটি রান করার পর ClassroomSpyProfessional Console এবং ClassroomSpyAgent ইনস্টলের অপশন দেখাবে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বাটনটিতে টোকা মারলেই ইনস্টল শুরু হয়ে যাবে। Console ইনস্টলেশন জন্য yes>ok>next>finish দিলেই হবে। এবং Agent সেটাপের সময় একটা পাসওয়ার্ড দিতে হয় যা পরবর্তীতে রিমোট এক্সেস করার সময় দরকার পড়ে। সবশেষে Start Agent বাটনে ক্লিক করলেই সাভিস চালু হয়ে যায়।
সবগুলো পিসিতে Agent সেটাপের পর এবার আসুন মাদার কম্পিটারে, অর্থাৎ যেটাদিয়ে মনিটর করতে চান। এরপর আপনার পিসি থেকে Console রান করুন। প্রথমবার রান হওয়ার সময় নিরাপত্তার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। Console রান হলে Add Computer বাটনে ক্লিক করুন। মনে করুন আপনি Agent ইনস্টল করেছেন এমন একটা পিসির আইপি এড্রেস 000.000.00.000 এবং সবগুলো এজেন্টে পাসওয়ার্ড 000000 ব্যবহার করেছেন। তাহলে Remote computer (host or IP) তে ওই আইপি লিখুন এবং Nickname: এ একটা নাম দিন যেমন: Shoyeb, Agent's password: এ 000000 টাইপ করুন।। এবার OK করে আপনার সবগুলো কম্পিউটার একই নিয়মে কনসোলে যুক্ত করে নিন। আর হ্যা দেখে নিন আপনার ফাইরওয়েল অফ আছে কিনা। না থাকলে অফ করুন।
ডাউনলোড ও বিস্তারিত জানার জন্য এই লিংকে দেখুন। আবারও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে ও কমেন্টের আশা করে শেষ করছি আমার এই টিউন। ধন্যবাদ সবাইকে, আব্দুল্লাহ আল শোয়েব।আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
ভাই এই কাজটা তো মাইক্রোসফটের রিমোট একসেস থেকে তো করা যায়। প্রথমে আপনার নেটওয়ার্কের সকাল কম্পিউটারের রিমোট একসেস এলাউ করে দেন। তারপর আইপি দিয়ে একসেস করুন যেকোন কম্পিউটার।