আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগমতম। আমি একটি ব্যতিক্রমধর্মী টিউন করেছি। দেখুন তো কেমন লাগে।
আমরা অনেক সময় কোন কিছু দেখে চিন্তা করি একটা আবার কিছুক্ষন পরে ভাল করে পর্যবেক্ষন করে দেখি আরেকটা। মানে আমি বুঝাতে চাচ্ছি দৃষ্টিভ্রম। আমরা বইপত্রে পড়েছি যে, কোন একদল যাত্রী মরুভূমিতে পথ চলতে চলতে পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে। কারো কাছে একটুও পানি নেই যে, পান করে পিপাসা মেটাবে। পথ চলতে চলতে যাত্রীদের কেউ একজন দেখলো কিছুদুর পানির জলাশয় রয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলো যে পানি নেই। তখন তারা গভীর ভাবে পর্যবেক্ষন করে বুঝলো যে, এগুলো আসলে মরিচিকা বা দৃষ্টিভ্রম (IILUSION)। এখানে আসলে সূর্যের আলো বালুতে পড়ে এক ধরনের প্রভাব সৃষ্টি করে যা পানির মত দেখা যায়। আমি নিজেও একদিন বোকা বনেছিলাম। হয়েছে কি আমি একদিন দুপুরে বাসে চড়ার সময় দেখলাম সামনে প্রায় আধা কিলোমিটার দূরে পিচডালা রাস্তায় বৃষ্টির পানি জমে আছে কিন্তু বাসটা ঐখানে যাওয়ার পর দেখি নাই। আবার কিছু দূরে একই রকম দেখলাম। যাওয়ার পর দেখি নাই।
আমি এখানে কিছু (IILUSION- মায়া বা দৃষ্টিভ্রম) ছবি দিলাম
এবং বাকিগুলো ডাউনলোডে দিলাম।
আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলেই ব্যতিক্রম।