আমাদের দেশে ডিসের গ্রাহক এবং সময়ে সাথে সাথে বেড়েছে ক্যাবল অপারেটরদের সংখ্যা। কিন্তু গ্রাহকদের হিসেব নিকেষ করার জন্য তেমন কোন বিশেষায়িত সফটওয়্যার তৈরী হয়নি বললেই চলে। যাও হয়েছে সেগুলোর জটিল ইনষ্টলেশন (এসকিউএল সার্ভারের ব্যবহার), ব্যবহার পদ্ধতি এবং ইংরেজী ভাষার কারণে ক্যাবল অপারেটররা খুব একটা সুবিধা করতে পারেননি বলেই আমার দেখা। তাই কিছু ক্যাবল অপারেটরের অনুরোধে মাত্র ২ মাস আগে ক্যাবটিভির ৩.২৮ ভার্সণ শেষ করেই শুরু করি এর কাজ। একমাসের মধ্যে মোটামুটি গুছিয়ে নিয়ে এর প্রথম ভার্সণ রিলিজ করি। যা রয়েছে এই সফটওয়্যারে:
(১) বাংলা ভাষার পূর্ণাঙ্গ সাপোর্ট (বিজয় ২০০৯ বা এর উপরের ভার্সণ সাপোর্টেড)
(২) গ্রাহকদের নাম, ঠিকানা, টিভির সংখ্যা সহ কানেকশন চার্জ এন্ট্রি
(৩) গ্রাহকের মাসিক বিল এন্ট্রি (বর্তমান মাসের বিল, পুর্বের বকেয়া, ডিসকাউন্ট ইত্যাদি)
(৪) গ্রাহকদের বিল ভাউচার প্রিন্ট অথবা দেখা
(৫) মাসিক বকেয়া বিলের হিসাব যা হতে পারে এলাকা ভিত্তিক, বিল গ্রহণকারী ব্যক্তি, নাম, মোবাইল নাম্বার যে কোন কিছুর উপর।
(৬) কোন নির্দিষ্ট গ্রাহকের বিল প্রদানের অতীত ইতিহাসের রিপোর্ট
(৭) প্রতিদিন/মাস/বছরের আয়-ব্যয় এর হিসাব
(৮) প্রতিদিনের খরচ যেমন: চা খাওয়া বাবদ অথবা ষ্টাফের বেতন ইত্যাদির এন্ট্রি
(৯) যে কোন রিপোর্ট পিডিএফ, ওয়ার্ড, এক্সেল বা এইচটিএমল ফরম্যাটে এক্সপোর্ট করে হার্ড ডিস্কে সেভ করা।
(১০) বাংলায় ভিডিও টিউটোরিয়াল
(১১) অত্যন্ত সহজ সেটাপ এবং ডাটাবেস কমপ্যাক্ট ও ব্যাকআপ রাখার সুবিধা। উইন্ডোজ নষ্ট হলেও কোন ডাটা বা সেটিংস নষ্ট হবেনা। পাসওয়ার্ড প্রোটেকশন লগইন। যে কোন প্রকার পিসিতেই রান করানো সম্ভব।
এখানে শুধু বেসিক ফিচারগুলো উল্লেখ করা হলো এর বাইরে আরো অনেক ফিচার রয়েছে। প্রাথমিক ভাবে শুরু করতে হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিয়ে জিপ ফাইলটি সি ড্রাইভ ছাড়া অন্য যেকোন ড্রাইভে এক্সট্রাক্ট করুন। এর পর টিউটোরিয়াল ফোল্ডার থেকে এমপিফোর ফরম্যাটের টিউটোরিয়াল টি ভিএলসি প্লেয়ার দিয়ে দেখে নিন এবং ব্যবহার শুরু করুন। কিছু কিছু ক্ষেত্রে বাংলা ঠিকমত নাও আসতে পারে সেক্ষেত্রে ফ্রেশ উইন্ডোজে বিজয় ২০০৯ ইনষ্টল করুন। ঠিক হয়ে যাবে। এই সফটওয়্যাটি যে কেউ ব্যবহার করে মতামত জানাতে পারেন আমার ই-মেইলে rubel.tv[@]gmail.com। তবে আবারো অনুরোধ জানাচ্ছি ব্যবহারের পুর্বে অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন ভালো করে।
সিবিলের ডাউনলোড লিংক: http://www.mediafire.com/download/kyz6glr5hgf3e17/cBill_v1.26.zip
সিবিলের ফেসবুক ফ্যান পেজ: http://www.facebook.com/cbillbd
=========================================
আমার আগের পোষ্ট: ক্যাবল অপারেটরদের নিজস্ব চ্যানেল তৈরীর সফটওয়্যার।
ক্যাবটিভির ডাউনলোড লিংক: http://www.mediafire.com/download/mcu1lfkz5hhbjxk/CabTV_Ultra_328_Net.zip
ক্যাবটিভির ফেসবুক ফ্যান পেজ: http://www.facebook.com/cabtvbd
=========================================
যদি সত্যিকারেই প্রয়োজনবোধ করেন তাহলে এগুলোর ফ্যান পেজে লাইক দিতে ভুলবেন না। কারণ এই সফটওয়্যারগুলোর শুধু মাত্র মাইনর আপডেট এর জন্য টেকটিউনসের মুল্যবান পাতা নষ্ট করতে ইচ্ছুক নই। তাই লাইক দিয়ে আপডেট থাকুন, সেই সাথে অপ্রয়োজনীয় মনে হলে লাইক দেয়া থেকে বিরত থাকুন।
ধন্যবাদ সবাইকে
blog ref: cbl78/683 # ctv354/1761
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
অনেক ভাল টিউন, ধন্যবাদ