ছোটমনিদের জন্য খুব প্রয়োজনীয় একটি software ……(সংগ্রহ করুন এক্ষুনি )

 

 

 

 

 

       

 

 

আমার আজকের টিপসটি ছোট্র মনিদের জন্য । ব্যস্ত জীবনে আপনার বাসার kids কে পড়াতে আপনার খুব কষ্ট হয় । কিন্তু আপনি এখন কম্পিউটারের একটি সফ্টওয়ার এর মাধ্যমে আপনার বাসার kids টিকে আনন্দের সাথে শিখিয়ে ফেলতে পারবেন. Alphabet,Numbers,Counting
Reading and Spelling.
সাথে createকরতে পারবেন আপনার voice sound, পছন্দের pictures and video clips.সাথে add করা আছে.test,sing আর ও অনেক কিছু আছে যা আপনি ব্যবহার করলেই বুজতে পারবেন ।সত্যিই এক কথায় অসাধারন ।আমার কাছে মনে হয়েছে এটা অনেকের জন্য প্রয়োজনীয় ১টি software । তাই share করলাম,ব্যবহারবিধি অনেক সহজ তাই আর বিস্তারিত কিছু লিখলাম না । আশাকরি পেরে যাবেন ।

                      

 

                                                    

download শেষে ব্যবহার করুন আর digital শিক্ষায় গড়ে তুলুন আপনার বাসার baby টিকে ।

                                       

                                কমেন্টের প্রত্যাশায়………………………

 

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড কতেছি ।

স্বপ্না ,,,,, আমি এখন পর্যন্ত standrad sute ডাউনলোড করতে পারি নাই আপনার টিপস কোন কাজে লাগে নাই্। দয়া করে অন্য কোন ব্যবস্থা করলে ভাল হয়। আমি সফটওয়্যার টি ডাউনলোড করতে চাই।

    ভাইয়া আপনি ছাড়া আর সবাইতো download করতে পেরেছে ,আপনার কেন হচ্ছেনা বুঝতে পারছিনা । চেষ্টা করে দেখবো অন্যকোন link আপনাকে
    দেওয়া যায় কিনা ।

    @ সোহেল, তোমার দরকার নাই, আমার কাছ থেকে নিয়ে নিও….

    ফাসিক @
    ঠিক আছে দোস্ত

Level 0

sonamoni.com থেকে অনেক ভিডিও ডাউনলোড করে এখানকার বাচ্ছাদেরকে দিয়েছি। অপনারটাও দিবো। ধন্যবাদ।

    আমার কাছে বাংলা প্লে গ্রুপের পড়ালেখা নিয়ে খুব সুন্দর আর ও ১টা video কালেকশানে আছে আপনাদের প্রয়োজন হলে upload করে দিবো। ধন্যবাদ ।

    Level 0

    Please আপনার ভিডিও টা আমাকে দিন। আবারও ধন্যবাদ।

I have no any baby ………. :P:P 😉

আচ্ছা আপু এত কিছু দিয়ে ব্লগ লেখেন কেন? কষ্ট হয় না? বিদ্যুৎ যায় না? লেপটপ চালাতেও তো চার্জ লাগে।

    আপনার সহমমিতার জন্য ধন্যবাদ । সাজানো গোছানো সব কিছু দেখতে অনেক সুন্দর লাগে তাই হয়ত এই চেষ্টা।আর আমার কষ্টটা আপনাদের সুন্দর কম্টেসের কাছে অনেক ছোট মনে হয় ।

স্বপ্না আপু বুঝলাম না এটা কিভাবে হচ্ছে। আমি আমার নেক্স্ট টিউনটা ছোটোদের নিয়েই করার ইচ্ছা পোষন করেছি। বুঝতে পারছিনা আমার এই টিউনটাও কি আইকনের ঐ টিউনের মত হবে? আমি আমার পরের টিউনটা TagMachine নিয়ে করতে চাচ্ছি। আপনার যদি কোন আপত্তি/লিখে গুছিয়ে রাখা না থাকে তাহলে জানাবেন। আমি আগামীকাল ওই টিউনটি করব।
আর আপনার টিউনটা খুব সুন্দর হয়েছে।

    আমার এটার উপরে কোন লিখা গুছানো নাই pls আপনি লিখুন। ধন্যবাদ ।

বাহ ! মৌয়াজ নামটা খুব সুন্দরতো । ধন্যবাদ ।

Media-fire এ আপলোড করলে ডাউনলোড করতে সুবিধা হয় । কেন যে এই সব সার্ভারে আপলোড করেন…………..
🙂

\:D/ :Dআপনার নামটা ও অনেক ……………………………..সুন্দর !!!!!!!!!!!!!!!:D
[:X

আমার ছোট বোনের জন্যে ডাউনলোড করলাম ……….

টিউনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

( বাচ্চা জিনিসটা বড়ই ভয়ংকর,তবে সব বাচ্চা না, কিছু কিছু।
কিছুদিন আগে ৭ বসরের একটা বাচ্চার সাথে মোলাকাত করার সুযোগ হয়েছিল।সে English mediam school এ ক্লাস one এ পড়ে। এরকম দস্যি বাচ্চা আমি আমার জীবনে দেখি নি। সে আমার আন্টির(বয়স-৩৫) বাসায় যেয়ে বলে, “আচ্ছা,তোমার নাম কি? , তোমার স্বামীর নাম কি ? !!!! ”

আরেকদিন আমাদের পাশের বিল্ডিং এর আপুকে নাম জিজ্ঞেস করার পর, সে বলে , ” আচ্ছা , তোমার কি বিয়ে হয়েছে? ” সেইসময় আপুর মা ও উপস্থিত ছিল।

ওই মেয়ে থেকে আমি এখন ১০০ হাত দূরে থাকি ।না হলে কোন সময় হয়ত বলবে, ” ভাইয়া, তোমার girlfriend এর নাম কি ? ” )

বেশ ভালো টপিক।

অবশেষে অনেক কষ্ট করে ডাউনলোড করতে সক্ষম হলাম । দারুন সফট………………..

আমি কি করুম !

পুরো বাড়ির মধ্যে আমিই একমাত্র বাবু। আমার আম্মু এখনো আমাকে বাবু বলে ডাকে 😛 । মনে হয় আমার আম্মু এইডা আগে পাইলে আমারে আইনাস্টাইন বানাইতো 😛

    তোমার comment টি সত্যিই very funny,তবে সামনে যাতে আইনাস্টাইন হতে পার সেই প্রত্যাশায় রইল ।ধন্যবাদ ।

স্বপ্না আপুকে অনেক ধন্যবাদ ।

Level 0

mediafire এর লিঙ্ক দিলে ভাল হয়
hotfile থেকে dl করতে সমস্যা হচ্ছে
mediafire লিঙ্ক এর অপেক্ষায় রইলাম

আর টিউনটির জন্য অশেষ ধন্যবাদ

Level New

আমার কাছে বাংলা প্লে গ্রুপের পড়ালেখা নিয়ে খুব সুন্দর আর ও ১টা video কালেকশানে আছে আপনাদের প্রয়োজন হলে upload করে দিবো। ধন্যবাদ
আপলোড করে দিন আমার/আমদের প্রয়োজন আছে।
টিউনের জন্য ধন্যবাদ।

আমার একটা একই রকম বাংলা ইন্টাএ্যাকটিভ সফটওয়্যার দরকার ছিল।
ধন্যবাদ।

ভাইয়া আমার কাছে এমন বাংলা software নাই । but playgroup এর জন্য খুব সুন্দর ও শিক্ষনীয় যে video টা আছে । এটা আমি upload করে দিব।ধন্যবাদ ।

স্বপ্না আপনাকে অনেক ধন্যবাদ, আমার মেয়েটা এটা পেলে অনেক খুশি হবে।

ধন্যবাদ…………। এটার সিরিয়াল কি আপনার কাছে আছে কি ?

Level 0

mediafire এর লিঙ্ক দিলে ভাল হয়

Level 0

অনেক দিন পরে আমার চোখে এটা পড়ল কিন্তু লিংকে গিয়ে দেখি যে এটি আর নেই। যদি কারো কাছে থাকে তবে দয়া করে মিডিয়া ফায়ারে আপলোড করে লিংক দিবেন প্লিজ।

Level 0

স্বপ্না আপু আপনার টউনগুলি খুব কাজের । ছোটোনামুনিদের শেখানোর বিসয়ে এই টউনটি যখন অামার চোখে পড়ল ততদিনে সফটওয়্যারটি অার নির্দিষ্ট লোকেশনে নেই । গুগলে সার্চ দিয়ে উক্ত ওয়েবসাইট টি ডাউন পেলাম। আমার মেইল আইডি টা দিচ্ছি কাইন্ডলি পাঠাবেন ্
[email protected]
-01714764749

Level 2

Media fire, hotfile deleted the file !!

Level 2

লিঙ্ক দিলে ভাল হয়