পুরো পৃথিবীকে সাথে রাখুন পেনড্রাইভে করে !!!

http://geoinsight.files.wordpress.com/2009/04/google_earth_portable.jpgশিরোনাম দেখে খুবই অবাক হলেন তাইনা? আসলে শিরোনাম বাছায় করতে আমার খুব সমস্যা হয় তায় যদি কোন ভুল হয় ক্ষমার চোখে দেখবেন। আমি আসলে এখানে Google Earth সম্পর্কে, সর‌ি  পোর্টেবল Google Earth সর্ম্পকে। আমার জানা মতে এমন কোন  ইন্টারনেট ব্যবহার কারী নেই যারা Google Earth সম্পর্কে জানেন না। তারপরেও ছোট্ট ভাষায় বলি। Google Earth হলো সারা পৃথিবীর ম্যাপ। ব্যাস আর কোন ভূমিকা না দিয়ে ডাউনলোড লিংক দিয়ে শেষ করছি আমার এই মাইক্রো টিউন।


ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোর্টেবল ভার্শনটি শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂

Level 0

পোর্টেবল ভার্শনটিতে সব আছেত ? সব যদি একই হয় তবে ডাউনলোড করব

কাল সকালে ল্যাব থেকে ডাউনলোড করব ইনশাল্লাহ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

তোমার এবারের নামটা আমার খুব পছন্দ হইচে।
আমি গুগোল earth অনেক আগেই ডাউনলোড করেছিলাম। আমার ক্ষেত্রে যে ঘটনা হয়েছে তা হল; গুগোল earth নামে 512kb একটা ফাইল পেয়েছিলাম। ওইটা তে ঢুকার সাথে সাথে ইন্টারনেট connection এর সাথে connect হয়ে গুগোল earth automatic ডাউনলোড হয়েছে এবং নিজে নিজে c ড্রাইভ এ save হয়েছিল। এখন যদি আমি আমার গুগোল earth কে uninstall করি, তখন আর ফিরে পাব না google earth. তাই uninstall থেকে বিরত থাকছি।

    প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার নামটাকে পছন্দ করার জন্য। আর আপনি যেই বিসয় নিয়ে চিন্তিত এটা কোন চিন্তার বিষয় না। আমি আপনাদের যে গুগল আর্থ দিচ্ছি সেটা পোর্টেবল। সুতরায় ইনস্টল করার কোন দরকার নেই। যাস্ট ডাউনলোড করে ডাবল ক্লিক করুন, গুগল আর্থ রান হয়ে যাবে।

Pen drive theke use korte to internet er proyojon hobe, right?

http://www.bdtechie.com

শেয়ার করবার জন্যে ধন্যবাদ। তবে সাথে ফাইল সাইজ এবং ভার্সন ইত্যাদিসহ বিস্তারিত উল্লেখ করলে আরো ভালো হতো।

    দু:খিত, next থেকে করার চেষ্টা করব। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

সুন্ধর টিউন । তবে আরো বিস্তারিত লিখলে ভাল হত।
ধন্যবাদ শোয়েব ভাই ।

টিউনটা দেখে আমার অনেক ভালো লাগলো।ধন্যবাদ শোয়েব ভাই তোমাকে।