আসসালামু আলাইকুম।
আশা করি টেকটিউন পরিবারের সবাই ভাল আছেন। মাঝে মাঝে দুয়েকটি ছোটখাট টিউন নিয়ে হাজির হই। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আজ যে টিউনটি করব সেটি একটি ইবুক। মাত্র ৯৪২কে.বি. সাইজের ইবুকটি নতুনদের এবং অনেক বিজ্ঞ ব্যস্ত টিউনারদের জন্যও উপকারে আসবে। এই বইটিতে আছে ইন্টারনেটের প্রকৃত ইতিহাস ও খুটিনাটি অনেক বিষয়। এটি পড়লে জানতে পারবেন:- ইন্টারনেট ব্রাউজারের ইতিহাস ও ব্রাউজার যুদ্ধ, জানতে পারবেন কি কারণে ২০০৮সালে বিল গেটস মাইক্রোসফট কর্পোরেশনের দায়ভার ষ্টিভ বালমারের হাতে ছেড়ে দিয়ে অবসর গ্রহন করেন। জানতে পারবেন সার্চ ইঞ্জিনের ইতিহাস (ইয়াহু ও গুগল), জানতে পারবে ইন্টারনেট ব্যবসা- ডট কম বাবল, জানতে পারবেন ওয়েব বিপ্লবের কথা (উইকিপিডিয়া, ফেসবুক, ডিগ, ইউটিউব, মাইস্পেস সম্পর্কে)। এই বইতে অনেক গুরুত্বপূর্ন সাইটের লিংকও দেওয়া আছে। আর এই ই-বুকটি বাংলাতে লেখা
থাক, আর আমার কথা না শুনে বইটি ডাউনলোড করে পড়তে শুরু করুন।
আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ই বুক কি বাংলাতে না English এ ? জানাইলে একটু ভাল হইত।