Wondershare Time Freeze ও O&O DiskImage 4 Pro এর জেনুইন ভার্সন ফ্রি !!!

O&O DiskImage 4 Pro:

এটি একটি চমৎকার ইমেজিং সফটওয়্যার । অর্থাৎ এর দ্বারা সহজেই আপনার হার্ড ড্রাইভের ইমেজ তৈরী করে নিতে পারবেন । পরে সেই ড্রাইভে যে কোন সমস্যা হলে, অর্থাৎ কোন ফাইল মুছে গেলে বা ভাইরাস এট্যাক করলে শুধু ইমেজটি রিস্টোর করে নিলেই ফেরত পেয়ে যাবেন আপনার আগের সব ফাইল একদম হুবহু । মজার ব্যাপার হল আপনি এর দ্বারা নির্দিষ্ট কোন ড্রাইভ বা পুরো পিসিটির ও ইমেজ করে নিতে পারবেন । এরপর রিস্টোর করলে ডাটাতো পাবেনই , পার্টিশনও আগের মত পাবেন ।

কিভাবে পাবেন ?

প্রথমে http://ezze.tk/88 তে যেয়ে আপনার মেইল ঠিকানা সহ ফরমটি ফিলাপ করে দিন । কিছু ক্ষণের মধ্যেই মেইলে পেয়ে যাবেন আপনার লাইসেন্স ও ডাউনলোডিং লিংক ।

Wondershare Time Freeze:

এটি একটি নিরাপত্তা টুল । অন্য এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি থেকে এর মূল পার্থক্য হল , ওগুলো লাইভ পিসির নিরাপত্তা দেয় , ফলে ভাইরাস ম্যালওয়্যারের ঝুকি থাকেই। কিন্তু Wondershare Time Freeze আপনার পিসির মত একটি ভার্চুয়াল পিসি বানিয়ে নিয়ে কাজ করে । অর্থাৎ মূল পিসির সব ফাইল অক্ষত থাকে , এবং সেই ফাইলের ভার্চুয়াল ভার্সন ব্যবহৃত হয় । এর ফলে যদি কোন ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমন করেও তা মূল পিসিকে কখনো ধরতে পারেন । ফলে ব্যাক্তিগত নিরাপত্তার ও কোন সমস্যা থাকলনা ।

কিভাবে পাবেন ?

প্রথমে http://www.system-tools-software.com/time-freeze/ তে যেয়ে আপনার মেইল ঠিকানা সহ ফরমটি ফিলাপ করে দিন । কিছু ক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আপনার লাইসেন্স ও ডাউনলোডিং লিংক ।

সর্তকতা: দুটি টুলই একটু এডভান্সড ইউজারদের জন্য , নতুন পিসি ব্যবহারকারীরা ব্যবহার করলে সমস্যার সম্মূখীন হতে পারেন । তাই ব্যবহারকারীদের নিজ দায়িত্বে এই টুলগুলো ব্যবহারের অনুরোধ জানাচ্ছি ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল এবং দরকারী জিনিস যদিও আমি এন্টিবাইরাস ব্যাবহার করি না। কিন্তু অনেকের খুবই কাজে লাগবে। ধন্যবাদ আরিফ ভাই।

এই মন্তব্যটা দেখবেন যেখানে আপনি আমাকে ভুল বুঝেছেন https://www.techtunes.io/web-development/tune-id/22295/

ডাউনলোডতো অবশ্যই করতাম , কিন্তু এই লেখাটা দেখে ভয় পাইচি।(সর্তকতা: দুটি টুলই একটু এডভান্সড ইউজারদের জন্য , নতুন পিসি ব্যবহারকারীরা ব্যবহার করলে সমস্যার সম্মূখীন হতে পারেন )
.
কি ধরনের সমস্যায় পরতাম বইলা দিলে একটু ভাল হইত। ( তাইলে syber cafe যাইয়া আগে test করতাম, তারপর নিজেরটাতে লাগাইতাম)

আজকে আর আপনারে দরখাস্ত লিখমু না, একবার দরখাস্ত দিয়া শিক্ষা হইচে, ans ই দেন নাই, কিন্তু আজকে যে ans দিবেন আমি sure.

    ভাই, অনেক সমস্যা হতে পারে । পরে যাতে আমাকে দোষ না দেয় এর জন্য বললাম ।