“জিআইএমপি” ছবি এডিটিং সফটওয়্যার (ফটোশপের বিকল্প)

“জিআইএমপি” ছবি এডিটিং সফটওয়্যার ২“জিআইএমপি” অর্থ জিএনইউ ইমেজ মাল্টিপুলেশন প্রোগাম। “জিআইএমপি” নামের এ সফটওয়্যারটিকে ইচ্ছা করলে অ্যাডবি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি একটি শক্তিশালী এবং সহজে ব্যবহার বান্ধব ফ্রী ছবি এডিটিং সফটওয়্যার। একে একটি সাধারণ পেইন্ট প্রোগাম হিসেবে, একটি বিশেষজ্ঞ মানের ফটো রিটাচিং প্রোগাম হিসেবে, একটি অনলাইন ব্যাচ প্রসেসিং সিস্টেম অথবা একটি ইমেজ ফরম্যাট কনভার্টার হিসেবে ব্যবহার করা যায়। মূলত, এর কার্যকারিতা বহুবিধ। এর পুরানো ভার্সনে চ্যানেলস্‌, লেয়ার্স্‌, মাস্কস্‌, ফিল্টার এবং ইফেক্টস্‌, সম্পাদনা করার যোগ্য টেক্সট টুলস্‌, পার্সপেক্টিভ ক্লোন, উন্নত প্রিন্টিং এবং কালার অপারেশন ব্যবস্থা যুক্ত ছিল। এর নতুন ভার্সনে ৩২-বিট কালারের জন্য জিইজিএল সমন্বিত সমর্থন, ডায়নামিক ব্রাশ এবং আরও নানা ধরণের সুবিধাযুক্ত ফ্রী টুলস্‌ অন্তর্ভূক্ত করা হয়েছে। এ সফটওয়্যারটি ফটোগ্রাফার এবং ওয়েব ডিজাইনারদের জন্য একটি কার্যকরী সফটওয়্যার হিসেবে প্রমাণিত হতে পারে।“জিআইএমপি” ছবি এডিটিং সফটওয়্যার ৩

উল্লেখ্য, “জিআইএমপি” উইন্ডোজ এক্সপি,ভিস্তা এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে কাজ করে।

এ সফটওয়্যারটি ডাউনলোডের ঠিকানাঃ http://download.cnet.com/3001-2192_4-10073935.html?spi=b6572246b41802c04e7470e800fc4c17 (সাইজ-১৭.৩৯ মেগাবাইট)

(সংগৃহীত)

Level 3

আমি ফাহিম আহ্‌মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ডাউনলোড করতেছি দেখি কি রকম !

Level 0

করে দেখি

    হুম্‌ , আশা রাখি সফটওয়্যারটি পছন্দ হবে, নিরাশ হতে হবে না , মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।