Mozila Firefox নতুন করে ডাউনলোড করুন বাংলায়

আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকেন এটাই আমার কাম্য।
কিছু কথা
আমি দেশের প্রতি বরাবর একটু দুর্বল। দেশকে নিয়ে ভাবী বিশেষ করে মুক্তিযোদ্ধ নিয়ে। আমি আমার বন্ধুদের সাথে যখন যুদ্ধ নিয়ে কথা বলি তখন সবাই হাসে। তাদের একটা বিষয় থাকে তা হচ্ছে গান , মুভি, কনসাটর্ এই বিষয়ে ।আমি তখন চুপচাপ বসে থাকি । আমার এই বসে থাকা কবে শেষ হবে। আমি বসে আছি যে কবে যুদ্ধপরাধীদের বিচার হবে এই আশায় । আমি মুক্তিযুদ্ধ বিষয় টিউন করতে চাচ্ছি। এটা কি আমি এখানে করতে পারব?
অনেক বকবক করলাম এবার শুরু করি।

“প্রযুক্তির সব কিছু চাই বাংলায়” এমন স্লোগান দিচ্ছেন অনেকেই, তারা কাজ ও করে যাচ্ছে বাংলায় সবকিছু আমাদের উপহার দেবার জন্য মনে হচ্ছে আগামী দিন গুলিতে প্রযুক্তির সব কিছুই পাবো বাংলাতে।
নিচে কয়েকটি ছবি দেখুন বাংলা Mozila Firefox এর।
১.

২.

Mozila Firefox বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবেন এখান থেকে

http://www.mozilla.com/en-US/firefox/all.html

[email protected]

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালই। চালিয়ে যান।

টিউনটা ভালোই করেছেন কিন্তু এ সম্পর্কে আমাদের টিউনার মেহেদি আকরাম ভাই গত দেড় বৎসর আগে এটা নিয়ে টিউন করেছেন।
নিচের লিংকটা দেখেন।
https://www.techtunes.io/bangla-computing/tune-id/1298/
আপনার টিউনগুলো ভালোই হচ্ছে একটু খেয়াল করে চালিয়ে যান।

Level 0

ধন্যবাদ……………তুস ।
http://www.bdjobs24.co.nr/

ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে বাংগালি হলেও বাংলা ব্রাউজার ব্যবহার কঠিন মনে হয়।

Level 0

lanju ভাই আপনা কে ধন্যবাদ।
আর শোয়েব ভাই আপনাকে আর ধন্যবাদ। আসলে আমি জানতাম না যে আগে এই বিষয় নিয়ে টিউন হয়েছে। জানলে করতাম না।
আর bdjobs ভাই আমার নাম তুস না তুসিন। আশা করি আমার নাম লিখতে আর ভুল করবেন না।
সাইদ ভাই আপনি ঠিক বলেছে বাংলাদেশী হলেো বাংলায় ব্লাউজ করতে কষ্ট হয়।
ধন্যবাদ আপনাক।ে