আসসালামু আলাইকুম,
আশা করি টেক টিউন পরিবারের সবাই ভাল আছেন। ইদানিং টেকটিউনে ই-বুকের ছড়াছড়ি দেখে একটা বই পোষ্ট করার ইচ্ছা হল। আমার এই টিউনটি উত্সর্গ করছি ভোজন রসিক ও সেই সব আপু বা খালাম্মাদের যারা অন্যকে খাইয়ে নিজে তৃপ্তি পান। ও তাইলে শুরু কইরা দেই আমরার সেলঠী টমি ভাইয়ের রেসিপি। তাইন ত আফনারার লাইগা কত মজার মজার খাওনের রেসিপি তৈরী কইরা রাখছইন। আর আফনারা হক্কলতেই হুইন্না রাখইন তাইন ইংল্যান্ডের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রি জন মেজরের লাইগা রেসিপিও তৈরী করছইন।
আমি যদিও ভোজন রসিক নই। আচ্ছা ভোজন রসিক কাদের বলে? যাদের কিনা খাওয়ার ব্যাপারে কোন বাছ বিচার নেই। এক কথায় যাহাই খাওয়ার যোগ্য (মুসলিমদের জন্য হারাম খাদ্য বাদ দিয়ে) তাহাই খাওয়া। আমার আবার খাওয়ার ব্যাপারে অনেক অনীহা। এটা খাইনা ত ওটা খাইনা। অনেক সময় দেখা আমার না খাওয়ার আইটেম বেড়ে যাচ্ছে, তখন আমার আব্বু-আম্মুর ঝাড়ি খেয়ে আবার ঠিক করি। একটু ভাল রান্নাবান্না হলে পেট পুরেই খাই। যাক অনেক বক বক করছি। আচ্ছা টমি ভাই রেসিপির ২টা পার্ট দিলাম। আচ্ছা শেষ কথা- রান্না শেষে আমাকে দাওয়াত করবেন কিন্তু। আমি হবিগঞ্জ জেলাতেই আছি
ডাউনলোড
আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া,
তুমি সময় করে বাসায় আসবে, খাওয়ামু তোমারে।
ঠিকানাটা নিয়া যাও,
হোটেল শেরাটন,
ঢাকা-১০০০।
বাসার ঠিকানা খুজে না পেলে google search দাও।