পেনড্রাইভ এর অটোরান ফাইল থেকেই সাধারণত যতসব ভাইরাস অটোমেটিক্যালি কম্পিউটারে প্রবেশ করে। আর এই অটোরান রিমুভ করার জন্য অনেক সফটওয়্যারই আমরা ব্যবহার করি। ঠিক এরই মত কিন্তু আরো একটু কার্যকরী এবং লাইটওয়েট সফটওয়্যার USB-Guardian।
USB-Guardian খুবি ছোট একটা সফটওয়্যার যা আপনার সিস্টেম মেমরীর মাত্র ৪০০ কেবি জায়গা দখল করবে। পেনড্রাইভ কম্পিউটারে সংযুক্ত করার সংগে সংগেই সফটওয়্যারটি অটোমেটিক্যালি আপনার পেনড্রাইভ টি যেকোন অটোরান ভাইরাস এর জন্য স্ক্যান করবে। অটোরান ফাইল এ সাধারণত একটি এক্সটার্নাল প্রোগাম চালানোর ইনফরমেশন থাকে। USB-Guardian অটোরান ফাইলটির মধ্যেকার ইনফরমেশন অনুযায়ী এক্সটার্নাল প্রোগামটিকে খুজে বের করে ফাইলগুলো কে সম্পুর্ণভাবে ব্লক করে। আপনি নিজে থেকেও ফাইলগুলো ডাবল ক্লিক করে আর রান করাতে পারবেন না।
কোন সন্দেহজনক ফাইল পেলে সফটওয়্যারটি আপনাকে একটি উইন্ডোতে ব্লক করা ফাইলগুলো শো করবে। আপনি সেখান থেকে ইচ্ছা করলে ফাইলগুলো ডিলিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে ফাইলগুলো ক্ষতিকর নয়, তবে সেগুলোকে আনব্লক ও করতে পারবেন।
স্ক্যান এবং ব্লক করার পর USB-Guardian আপনার পেন-ড্রাইভ টি সেফলি ওপেন করবে। এবং USB-Guardian অন থাকা অবস্থায় আপনি পেন-ড্রাইভ নির্ভয়ে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারবেন ।
যারা পিসি চালনায় তেমন পারদর্শী নয় তাদের জন্য এই সফটওয়্যারটি অনকে কাজে দিবে আশা করি যেহেতু সফটওয়্যারটি পুরোটাই স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। just install and forget.
আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am front end developer residing in Bangladesh.
আমার জন্য ডাউনলোড করেছি।
আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার, কিন্তু একটা প্রশ্ন খুজে পাচ্ছি না, এই টিউনটি 210 বার দেখা হয়েছে | কিন্তু একটা কমেন্ট ও আসল না কেন।
নিশ্চয় এই পেইজটি তারাই দেখেছে যারা pendrive কে secure করতে চায়। এর যদি তাই হয়ে থাকে , ২১০ জন মানুষ এর মধ্যে কি একজন ও উপকার পায়নি যে ভাল নাকি খারাপ কমেন্ট করতে ভুলে গিয়িছে। ভাল কমেন্ট না করতে পারুক অন্তত negative কমেন্ট তো করবে।