=> Speed Dial: অনেকেই Opera-এর Speed Dial Option টি পছন্দ করেন। কিন্তু যারা Firefox ব্যবহার করেন তাদের কারো যদি এই Optionটা পছন্দ হয় তবে তারা কি করবেন? তাদের জন্যই এই Addons.
এই লিংক থেকে Addons-টি Install করে Tools Menu থেকে Option এ যান। । General থেকে When Firefox Starts থেকে Show a Blank Page Select করুন। ডিফল্ট হিসেবে Show my home page থাকে। Ok করে Firefox বন্ধ করে পুনরায় চালু করুন। এতে ওয়েবসাইটকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারবেন। Speed Dial সম্পর্কে আরো জানতে এই লিংকে যেতে পারেন।
=> ScoreWatch: ScoreWatch Addons টির মাধ্যমে কোন Website-এ না গিয়ে Firefox-এই ক্রিকেটের Live Score দেখা যাবে।
এই Addons টি cricinfo ও ecb.co.uk থেকে খেলার Update Score প্রদর্শন করে। এই লিংক হতে Addons টি Install করে নিন।
=> WebMail Notifier: এর মাধ্যমে একই সাথে একাধিক মেইল চেক করতে পারবেন। সাধারনত একই Browser দিয়ে দুটি gmail account এ Login করা যায় না। কিন্তু WebMail Notifier এর মাধ্যমে সম্ভব।
WebMail Notifier এর মাধ্যমে আরো যে সকল সুবিধা পাওয়া যাবে:
Currently supports
- Gmail (Gmail & Google Apps)
- Yahoo (yahoo.com, ymail.com, rocketmail.com, yahoo.co.jp)
- Hotmail (hotmail.com, msn.com, live.com)
- AOL (aol.com, aim.com, mail.com)
- Daum (daum.net, hanmail.net)
- Naver
- Nate (nate.com, empas.com)
- Paran (paran.com, hanmir.com)
- POP3/IMAP
Below sites are supported by user script.
- Facebook
- AdSense
- Twitter
- 163.com(126.com, yeah.net)
- http://www.gmx.net
- http://www.gmx.com
- freemail.web.de
- poczta.fm(poczta.interia.pl)
- http://www.qq.com
=> Cooliris: Cooliris নামে মজার এই Addonsটি Mozilla Firefox ব্যবহারীরাদের ইমেজ ব্রাউজিং কে ভিন্ন মাত্রা দিয়েছে।
এর মাধ্যমে Image কে 3D স্টাইলে দেখতে পারবেন।এটি যে সকল ওয়েবসাইট Support করে
এই লিংকে গিয়ে Download করতে পারেন। Cooliris সম্পর্কে আরো জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন।
=> CoolPreviews: এর মাধ্যমে কোন নতুন পেজ ওপেন না করেই লিংক থেকে সরাসরি পেজ প্রিভিউ দেখা যায়।
এই লিংক হতে Download করতে পারেন, আর বিস্তারিত দেখতে coolpreviews.com এ যান।
=> Auto Pager: কোন Blog/Website অনেকগুলো Page থাকে। পরবর্তী Page এ যাবার জন্য Click করতে হয়। কেমন হয় যদি Browser Automatically পরবর্তী Page-এ নিয়ে যায়! এই সুবিধাই দেবে Auto Pager নামক Addonsটি। এই লিংক থেকে Download করতে পারেন আর এই লিংক থেকে Auto Pager Lite Download করতে পারেন।
=> Pray Times: যারা নামাজ পড়েন তাদের জন্য এই Addons টি বেশ কাজের। এই লিংক থেকে ইনস্টল করে Firefox Restart করুন। স্ট্যাটাস বারে আইকন দেখতে পাবেন। Edit Location এ গিয়ে আপনার Location লিখুন। দেখুন নামাজের সময় দেখাচ্ছে।
=> Google Redesigned: এটা সম্পর্কে কিছু বলবনা, Install করে gmail এ যান আর দেখুন কি হয় !!!
=> Pearl Crescent Page Saver: এর মাধ্যমে যে কোন Website এর সম্পূর্ন Page এর ছবি Save করতে পাবেন।
নিচের লিংক থেকে Download করে Install করে নিন। উপরে ডানদিকে একটি ক্যামেরার ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনার নিজের মত করে Settings পরিবর্তন করতে পারেন।
২য় কিস্তি কয়েক দিনের মধ্যেই দেয়ার ইচ্ছা আছে।
আমি FeRdOuS @ FaSiK (ফাসিক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক: http://www.facebook.com/fasikbd | টুইটার: http://www.twitter.com/fasikbd
মনে হয় সব কিছু যেন আমার নিয়ন্ত্রন এর বাইরে।কারন আমি Google Redesigned ডাউনলোড করে ইন্সটল দিয়েছি। আমার মজিলা ফায়ারফক্স ৩.৭
যার অন্য নাম MineField. তাকে Google Redesigned ০.৪.৫ সাপোর্ট করে না।