আসুন ভিডিও টিউটোরিয়াল তৈরী করা শিখি How to make Video Tutorial

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউন শুরু করছি। ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে আপনার প্রাথমিক ভাবে মাত্র দুইটি জিনিষ জোগার করতে পারলেই আপনি কাজ শুরু করে দিতে পারবেন

১। Voice Recording করার জন্য ভালো মানের একটি মাইক্রোফোন

২। Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060

১। Voice Recording করার জন্য ভালো মানের একটি মাইক্রোফোন

মাইক্রোফোন বলতে আমি মূলত হেডফোনের সাথে যে মাইক্রোফোন থাকে সেটিই মিন করছি। তো বাজারে নানান ব্রান্ডের হেডফোন পাওয়া যায় আপনি যেকোন একটি দিয়ে কাজ শুরু করতে পারেন। তবে আপনি যদি চান আপনার ভয়েসটি হউক নয়েজ বিহিন, পরিষ্কার তাহলে আপনাকে খানিকটা বেশী দাম দিয়ে একটি ভালো মানের হেডফোন কিনতে হবে। আমার কাছে পরামর্শ চাইলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। কিছুদিন ধরে নয়েজ বিহিন ভয়েস রেকর্ডিং এর পেছনে পড়েছিলাম । সর্বশেষ কিনলাম Noise-Canceling Microphone লিখা দেখে A4TECH HS-100 হেডফোনটি আশা ছিলো নয়েজ বিহীন ভয়েস রেকর্ডিং করবো কিন্তু সে গুড়ে বালি আমার ১০০০/- টাকাই জলে গেলো । কারন ভয়েস রেকর্ডিং এর মান মোটামুটি ভালো তবে আমি সেই মোটামুটিতে সন্তুষ্ট হতে পারলাম না। এর মধ্যেই টেকটিউন্স এ সরদার স্যার এর টিউন চোখে পড়লো । তো ওনার ভিডিও টিউটোরিয়াল গুলোতে দেখলাম অডিওটা অনেকটাই নয়েজ বিহিন। তো স্যারের সাথে যোগাযোগ হলে তিনি আমাকে Logitech h230 হেডফোন কেনার পরামর্শ দেন উনি নিজে এই হেডফোন ব্যবহার করেই টিউটোরিয়ালগুলো তৈরী করেছেন। বাজারে গিয়ে শেষ পর্যন্ত আমার পছন্দ হলো Logitech h390 হেডফোনটি যার দাম ৪২০০/- টাকা ট্যাগ লেখা রয়েছে।

পকেটে অতো টাকা না থাকায় মন খারাপ করে সেদিনের মতো ফিরে আসতে হলো । তার পরের দিন অবশ্য টাকা নিয়ে গিয়ে কেনার সময় দামাদামি করে ৩৮০০/- রফা করে হেডফোনটি কিনে ফেললাম। এটির ভয়েস রেকর্ডিং নিয়ে অবশ্য আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট। আপনি আপনার সাধ্যের মধ্যে Logitech এর বিভিন্ন মডেল থেকে নিজের জন্য একটি বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন।

২। Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060

ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আপনার পিসির স্ক্রীন রেকর্ডিং করতে হবে। বর্তমানে বাজারে বেশ কিছু স্ক্রীন রেকর্ডার সফটওয়্যার থাকলেও Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060 এদের মধ্যে সেরা। অবশ্য সেরা এই সফটি ব্যবহারের জন্য আপনার পিসির কনফিগারেশন ও একটু ভালোর দিকে হতে হবে। অন্তত্য র‌্যাম ২জিবি হলে ভালো হয়। তো এবার পালা ডাউনলোড করার। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সোজা ওদের অফিসিয়াল ওয়েব সাইটে চলে যান 

সফটওয়্যারটির সাইজ প্রায় 243এমবি। ।

এখানে Enter your email address:   এমন একটি বক্স দেখতে পাবেন উক্ত বক্সে আপনার সঠিক ইমেইল ঠিকানাটি লিখুন এবং তার পর নিচে  Start Windows Download  লিখা বাটন টিতে ক্লিক করে ডাউনলোড করে নিন ত্রিশ দিনের জন্য ট্রায়াল ভার্সণ। Email ঠিকানায় কোন মেইলই যাবেনা, তাই শুধু ইমেইল ঠিকানাটি দিয়ে ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করুন। ইন্সটলের শুরুতেই আপনার কাছে সিরিয়াল নাম্বার চাইবে, কিন্তু  কোথায় পাবেন? সিরিয়াল নাম্বারের জন্য এখানে থেকে নামিয়ে নিন শুধু কীজেন

রার ফাইলটি এক্সট্রাক্ট করলে ভেতরে কীজেন পাবেন সেটি আপাতত ব্যবহার না করলেও চলবে কারন সাথে সিরিয়াল নাম্বারের একটি টেক্সট ফাইল রয়েছে সেখানে থেকে প্রথম টি দিয়ে ট্রাই করুন আশা করি কাজ হয়ে যাবে। আমার হয়েছে। যতদিন এই সিরিয়ালটি ব্লক না করছে ততদিন এটিতেই চলবে পরে ব্লক করে দিলে তো আপনার কাছে কীজেন রইলই। ব্যাস পেয়ে গেলেন ফুল ভার্সন Techsmith Camatasia Studio । এবার পালা স্ক্রীন রেকর্ডিং এর তার জন্য আপনার প্রোগ্রাম তালিকায় দেখুন দুটি আইকন যুক্ত হয়েছে সেখান থেকে Camtasia Recorder 8. এই আইকনে ক্লিক করলেই অপশন পেয়ে যাবেন।

কিন্তু সফলতার সাথে টিউটোরিয়াল তৈরি করতে আপনাকে এই সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কিছুদিন পূর্বে টেকটিউনস এর টপ টিউনার আমাদের সকলের প্রিয় প্রবাসী ভাই একটি টিউনে এই সফটওয়্যারের টিউটোরিয়াল শেয়ার করেছিলেন। টিউনটি দেখতে এখানে চলে যান।

এবার নিচের দিকে দেখুন CAMTASIA STUDIO 8 ESSENTIAL TRAINING নামক একটি অংশ রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লিন্ডার টিউটোরিয়াল।

তো আর অপেক্ষা কিষের শরু করেদিন দারুন সব টিউটোরিয়াল তৈরীর কাজ। আর বিশ্বকে জানিয়ে দিন অনলাইনে শুধু ইংরেজী না খুজলে প্রাণের ভাষা বাংলাতেই প্রচুর টিউটোরিয়াল পাওয়া যাবে।

টিউনটির ভালো মন্দ দিক সহ যেকোন প্রশ্ন জানতে আপনার জন্য নিচের টিউনমেন্ট বক্স অপেক্ষায় আছে। যদি মনে করেন যে টিউনটি আপনি ছাড়াও আপনার আরো বন্ধুদের কাজে লাগবে তাহলে নিচের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে ছড়িয়ে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। শেয়ার করুন গুগল প্লাসে। আমার সকল টিউন দেখতে এখানে ক্লিক করুন। আগামী টিউনে আবার কথা হবে ইনশাল্লাহ্ । সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

প্রিয় হোছাইন আহম্মদ ভাইয়ের উৎসাহেই সম্পন্ন করলাম  প্রায় তিন মাসের ড্রাফট পেন্ডিং টিউনটি। এই টিউনটি উৎস্বর্গ করছি প্রিয় হোছাইন আহম্মদ ভাইকে

প্রিয় হোছাইন আহম্মদ ভাই

 

হোছাইন আহম্মদ

 

 

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ খালেদ ভাই @ আমার অনেক উপকার হল।

    @হোছাইন আহম্মদ: ভাই আমার শ্রমও সার্থক হলো আগামীতে আমাদের সুন্দর সুন্দর সব ভিডিও টিউন উপহার দেবেন আশা করছি।

      Level 0

      @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ আপনাকে টিউন করার জন্য। আমাদের অনুরোধটা রাখার জন্য আবারো ধন্যবাদ।
      আপনার Facebook id টা দিলে ভালো হত… 😛

দরকারি টিউন। একটা হেডফোন কেনা দরকার। আপনারটা কোথায় কিনেছিলেন?

    @রনি সাটিয়ার: আমি মাল্টিপ্ল্যান সেন্টার, এলিফ্যান্ট রোড থেকে কিনেছিলাম। ভিডিও টিউটোরিয়ালের জন্য ভালো মানের মাইক্রোফোন যুক্ত হেড ফোন খুবই গুরুত্বপূর্ণ। পারলে ভালো মানের একটি ইউএসবি ডেস্কটপ মাইক্রোফোন কিনে নিতে পারেন। তবে ডেস্কটপ মাইক্রোফেনের একটি অসুবিধাও আছে। তাহলো ভয়েস রেকর্ডিং এর সময় মুখ থেকে মাইক্রোফোন সব সময় সমান দুরত্বে রেখে কথা বলতে হয়।অর্থ্যাৎ কথা বলার সময় একদমই নড়াচড়া করা যায়না।

Level 0

খালিদ ভাই আপনি গতকাল “কিভাবে Windows 7 Install করতে হবে? তার পরিছন্ন বাংলা ভাষায় HD Video Tutorial”
শেয়ার করেছেন, এখানে Windows 7 Install করার সময় Camatasia Studio দিয়ে কিভাবে কাজ করলেন?

    @Sagor121: ভাই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আসলে যেকোন অপারেটিং সিস্টেম ইন্সটলের সময় যেহেতু কোন থার্ড পার্টি সফট ব্যবহার করা যায়না, তাই সচরাচর অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য টিউটোরিয়ালও পাওয়া যায়না কিভাবে অপারেটিং সিস্টেম ইন্সটলের সময় ব্যবহার করবেন Camatasia Studio তার সমাধান পাবেন আমার এই টিউটোরিয়ালে https://www.techtunes.io/tutorial/tune-id/258677 । ভার্চুয়াল বক্স নামক একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে।

Level 0

ভাল লিখেছেন। ধন্যবাদ

ধন্যবাদ খালিদ ভাই সুন্দর এই টিউনটি করার জন্য 🙂 আমি নিজে Camtasia খুব পছন্দ করি এবং এটি দিয়েই ভিডিও টিউটোরিয়াল তৈরি করি।

ওহ! একটি হেডফোন কিনবো ভাবছিলাম। আপনার সাজেশনটি তাহলে কাজে লাগবে 🙂

Level 0

who! আমার টিউন এটা কপি করেছে

    @smssmssms: মাননীয় স্পীকার আমিতো হেডফোন হইয়া…………..
    চমৎকৃত করার মতো মন্তব্যের জন্য সত্যি আন্তরিক ধন্যবাদ ভাই। টিটি কোন টিউনারকে দু পয়সা দেয়না টিউন করার জন্য। যে আপনার টিউন কপি করে আরেক জন টিউন করবে। বাই দ্যা ওয়ে আপনার টিউনের লিংক টা দিয়েন। উল্লেখ্য একই বিষয় নিয়ে টিউন করলেই সেটাকে কপি টিউন বলেনা। লক্ষ্য করুন এই টিউনে ব্যবহৃত কীজেনের লিংকটি আমার নিজের ড্রপবক্সের লিংক। তবে হতে পারে হেডফোনের ডাউনলোড লিংকটা আপনার টিউনথেকে কপি করেছি 😉

Level 0

অনেক ধন্যবাদ। এমন কিছুই খুঁজতেছিলাম…………………

    @DFahad: ভাই আজতো পেয়ে গেলেন এখন প্রচুর পরিমানে বাংলা ভাষায় টিউন তৈরি করে অনলাইনে ছড়িয়ে দিন যেন আমাদের পরবর্তী প্রজন্ম অনলাইনে বাংলায়ই শেখার সকল রিসোর্স পায়।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সফট ও টিউন উপহার দেওয়ার জন্য। এমন টিউন আরো চাই…

    @ধূপছায়া: ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ইনশাল্লাহ্ খোদা চাইলে আরো টিউন করবো।

খালিদ ভাই আমি ভয়েস রেকর্ড করতে পারছিনা। আসলে ভাই ভয়েস রেকর্ডিংয়ের সেটিংসটাই আমি বুঝতেছিনা। আমাকে একটু হেলপ করেন।
আমার ই-মেইল [email protected]

ভাই ই-মেল এড্রেস তো দিলাম ই-মেল তো করলাম তরপর কী করবো ।

    @susmoy moulik: ভাই তার পর নিচে Start Windows Download লিখা বাটন টিতে ক্লিক করে ডাউনলোড করে নিন ত্রিশ দিনের জন্য ট্রায়াল ভার্সণ।

ধন্যবাদ, টেকটিউনস তো চুরি শিখানোর জায়গা(কিভাবে নেট চুরি করে ইউস করবেন ) এখানে এমন ভাল পোষ্ট দেখলে ভাল লাগে। আবারো ধন্যবাদ।।

    @khalilhappy: ভাই টেকটিউনস্ একটি প্রযুক্তি মনা মানুষের জন্য উন্মুক্ত প্লাটফর্ম। এখানে সবাই আসে । এদের মধ্যে কেউ কেউ (কিভাবে নেট চুরি করে ইউস করবেন ) টাইপের টিউন নিয়েও আসে। তাই বলে আপনি পুরো টেকটিউনস্ কে অপমান করতে পারেন না। যেই দেশে টোটাল ব্যান্ডওয়াইডথ এর সিংহ ভাগ জমিয়ে রাখার নাম করে অবৈধ ভিওআইপি ব্যবসায় লাগিয়ে কোটি কোটি টাকা চুরি করা হয়। সেখানে যদি দু চার জন অপারেটরদের পোর্ট সংক্রান্ত দুর্বলতা কাজে লাগিয়ে দু চার এমবি চুরি করে সেটা কি খুবই বড় অপরাধ? পাশের দেশ ভারতে নেট কতো সস্তা আর আমার দেশে আজও তিনশ টাকায় নেটের জন্য আন্দোলনে নামার দরকার পড়ে। যে দেশের মানুষ ব্যান্ডওয়াইডথ এর অভাবে না খেয়ে মরে সেই দেশের সরকার যখন পাশের দেশে অব্যবহৃত ব্যান্ডওয়াইডথ বিক্রির কথা বলে সেই দেশে এটা কি খুবই অমানবিক অপরাধ? এখন থেকে টেকটিউনস্ এ আরো নিয়মিত হবেন, তাহলে দেখবেন শুধু দু চারটি চুরির শেখানোর টিউন বাদে আরো শত শত ভালো টিউনও হয়। অনুগ্রহ পূর্বক আপনার এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করুন “টেকটিউনস তো চুরি শিখানোর জায়গা”

      Level 0

      @khalilhappy: @মোহাম্মদ খালিদ হোসাইন: চোরের দেশে চোর না হয়ে কি থাকা যায় ?

আমিও এটাই ব্যবহার করি। আরও ভাল ভাবে জানতে পারলাম। মোহাম্মদ খালিদ হোসাইন ভাই খুবই সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ।

    @শৌভিক তালুকদার: ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। এইটা ব্যবহার করে কি কি টিউটোরিয়াল বানালেন আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

Thank you very much.

ভাই ফাইল এর সাইজ টা একটু বেশী হয়ে গেলনা ????

Level 0

Vai, many many and many thanks for you. kub kub valo laglo. download delam.

Level 0

ধন্যবাদ খালিদ ভাই এই গুরুত্বপূর্ণ ও সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

ভাই এটা একটা কাজের জিনিস বটে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা বিষয় নিয়ে পোস্ট করার জন্য।

Level 0

ভাই ধন্যবাদ কাজের একটা পোস্ট করার জন্ন।আমি Camatasia ব্যবহার করছি কিছু দিন হল। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমার record করা ভিডিও টার সাইজ অনেক বড় হইয়ে যাচ্ছে।যেমন ২২ minute এর ভিডিও সাইজ ১.৫০ জিবি হচ্ছে। প্লিজ আমাকে একটু সমসসার সমাধানে সাহায্য করবেন।

    @ovi05: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার সমস্যাটা কোথায় তা আমার কাছে পরিষ্কার না। আপনি ডিফল্ট সেটিংস এ কোন পরিবর্তন করেছেন কিনা তাও বলেন নি। তাই আমি নিশ্চিত হওয়ার জন্য প্রথমেই আপনি ক্যামটাসিয়া আনইন্সটল করুন। এবং পুনঃ ইন্সটল করুন। ডিফল্ট সেটিংস এ কোন পরিবর্তন করবেননা। এবার আপনি রেকডিং শেষ করে সেভ এ্যন্ড এডিট এক ক্লিক করুন। এডিট উইন্ডো আসার পূর্বেই ছোট্ট একটি ডায়লগ বক্স আসবে যেখানে থেকে আপনাকে বাই কত রেজুলশনে কাজ করতে চান সেটি সিলেক্ট করতে হয়। এই পপডাউন ডায়লগ বক্স থেকে 1280×720 লিখাটি সিলেক্ট করে দিন। এবার এডিটিং শেষে সেভ করার জন্য উপরের টুলবার থেকে Produce and Share > MP4only (up to 720p) সিলেক্ট করুন। আশা করছি আপনার সমস্যার ১০০% সমাধান হয়ে যাবে।

সফটয়্যারটির সাইজ কত তাতো বললেন না…? আসলে ইমেইল এডড্রেস দিয়ে ডাউনলোড করতে হয় ইমেইলে কী ওরা কোন মেইল পাঠাবে কিনা তা বলেন নাই। আর এই টিউনটি হোসাইন ভাইয়ের একটা প্রশ্নের কারনেই করা আমার জতটুকু ধারনা, তো সে হিসেবে টিউনটা তাকে উৎসর্গ করতে পারতেন। টিউনটা করার প্রথমেই আমি কমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু লিমিটে নেট হয়ার করণে করতে পারি নাই তাই অনেকটা কস্ট নিয়েই শেষে কমেন্ট করলাম। আশাকরি আমার প্রশ্নের উত্তর দিবেন।

    @মাহমুদ কলি।: ভাই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। সফটওয়্যারটির সাইজ প্রায় 243এমবি। Email ঠিকানায় কোন মেইলই যাবেনা, তাই সেটি উল্লেখ করার প্রয়োজনবোধ করিনি। হ্যাঁ এটা ঠিক এই টিউনটি প্রায় মাস তিনেক আগে আমি যেদিন উক্ত হেডফোনটি কিনে আনি সেদিনই ড্রাফট আকারে সেভ করে রেখেছিলাম সময়ের অভাবে আর পুরোটা করা হয়ে উঠেনি কয়েকদিন আগে হোছাইন ভাইয়ের প্রশ্নের ভিত্তিতেই টিউনটি সম্পন্ন করি। যেহেতু টিউনের আশি ভাগ কাজ পূর্বেই করা ছিলো তাই তাড়াহুরো করে হোছাইন ভাইয়ের কথাটি আর লিখতে পারিনি। আপনাকে ধন্যবাদ বিষয়টি মনে করিয়ে দেয়ার জন্য।

Thanks for comment

জনাব আসা করি সবাই ভাল আছেন। আমার Camatasia Studio সিরিয়াল কী তা লাগবে।। কিভাবে পাব। আপনার দেওয়া লিঙ্ক তা কাজ করছে নাহ। দয়া করে জানাবেন [email protected]