সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউন শুরু করছি। ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে আপনার প্রাথমিক ভাবে মাত্র দুইটি জিনিষ জোগার করতে পারলেই আপনি কাজ শুরু করে দিতে পারবেন
১। Voice Recording করার জন্য ভালো মানের একটি মাইক্রোফোন
২। Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060
মাইক্রোফোন বলতে আমি মূলত হেডফোনের সাথে যে মাইক্রোফোন থাকে সেটিই মিন করছি। তো বাজারে নানান ব্রান্ডের হেডফোন পাওয়া যায় আপনি যেকোন একটি দিয়ে কাজ শুরু করতে পারেন। তবে আপনি যদি চান আপনার ভয়েসটি হউক নয়েজ বিহিন, পরিষ্কার তাহলে আপনাকে খানিকটা বেশী দাম দিয়ে একটি ভালো মানের হেডফোন কিনতে হবে। আমার কাছে পরামর্শ চাইলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। কিছুদিন ধরে নয়েজ বিহিন ভয়েস রেকর্ডিং এর পেছনে পড়েছিলাম । সর্বশেষ কিনলাম Noise-Canceling Microphone লিখা দেখে A4TECH HS-100 হেডফোনটি আশা ছিলো নয়েজ বিহীন ভয়েস রেকর্ডিং করবো কিন্তু সে গুড়ে বালি আমার ১০০০/- টাকাই জলে গেলো । কারন ভয়েস রেকর্ডিং এর মান মোটামুটি ভালো তবে আমি সেই মোটামুটিতে সন্তুষ্ট হতে পারলাম না। এর মধ্যেই টেকটিউন্স এ সরদার স্যার এর টিউন চোখে পড়লো । তো ওনার ভিডিও টিউটোরিয়াল গুলোতে দেখলাম অডিওটা অনেকটাই নয়েজ বিহিন। তো স্যারের সাথে যোগাযোগ হলে তিনি আমাকে Logitech h230 হেডফোন কেনার পরামর্শ দেন উনি নিজে এই হেডফোন ব্যবহার করেই টিউটোরিয়ালগুলো তৈরী করেছেন। বাজারে গিয়ে শেষ পর্যন্ত আমার পছন্দ হলো Logitech h390 হেডফোনটি যার দাম ৪২০০/- টাকা ট্যাগ লেখা রয়েছে।
পকেটে অতো টাকা না থাকায় মন খারাপ করে সেদিনের মতো ফিরে আসতে হলো । তার পরের দিন অবশ্য টাকা নিয়ে গিয়ে কেনার সময় দামাদামি করে ৩৮০০/- রফা করে হেডফোনটি কিনে ফেললাম। এটির ভয়েস রেকর্ডিং নিয়ে অবশ্য আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট। আপনি আপনার সাধ্যের মধ্যে Logitech এর বিভিন্ন মডেল থেকে নিজের জন্য একটি বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন।
ভিডিও টিউটোরিয়ালে আপনাকে আপনার পিসির স্ক্রীন রেকর্ডিং করতে হবে। বর্তমানে বাজারে বেশ কিছু স্ক্রীন রেকর্ডার সফটওয়্যার থাকলেও Techsmith Camatasia Studio v 8.0.4 build 1060 এদের মধ্যে সেরা। অবশ্য সেরা এই সফটি ব্যবহারের জন্য আপনার পিসির কনফিগারেশন ও একটু ভালোর দিকে হতে হবে। অন্তত্য র্যাম ২জিবি হলে ভালো হয়। তো এবার পালা ডাউনলোড করার। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সোজা ওদের অফিসিয়াল ওয়েব সাইটে চলে যান
সফটওয়্যারটির সাইজ প্রায় 243এমবি। ।
এখানে Enter your email address: এমন একটি বক্স দেখতে পাবেন উক্ত বক্সে আপনার সঠিক ইমেইল ঠিকানাটি লিখুন এবং তার পর নিচে Start Windows Download লিখা বাটন টিতে ক্লিক করে ডাউনলোড করে নিন ত্রিশ দিনের জন্য ট্রায়াল ভার্সণ। Email ঠিকানায় কোন মেইলই যাবেনা, তাই শুধু ইমেইল ঠিকানাটি দিয়ে ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করুন। ইন্সটলের শুরুতেই আপনার কাছে সিরিয়াল নাম্বার চাইবে, কিন্তু কোথায় পাবেন? সিরিয়াল নাম্বারের জন্য এখানে থেকে নামিয়ে নিন শুধু কীজেন
রার ফাইলটি এক্সট্রাক্ট করলে ভেতরে কীজেন পাবেন সেটি আপাতত ব্যবহার না করলেও চলবে কারন সাথে সিরিয়াল নাম্বারের একটি টেক্সট ফাইল রয়েছে সেখানে থেকে প্রথম টি দিয়ে ট্রাই করুন আশা করি কাজ হয়ে যাবে। আমার হয়েছে। যতদিন এই সিরিয়ালটি ব্লক না করছে ততদিন এটিতেই চলবে পরে ব্লক করে দিলে তো আপনার কাছে কীজেন রইলই। ব্যাস পেয়ে গেলেন ফুল ভার্সন Techsmith Camatasia Studio । এবার পালা স্ক্রীন রেকর্ডিং এর তার জন্য আপনার প্রোগ্রাম তালিকায় দেখুন দুটি আইকন যুক্ত হয়েছে সেখান থেকে Camtasia Recorder 8. এই আইকনে ক্লিক করলেই অপশন পেয়ে যাবেন।
কিন্তু সফলতার সাথে টিউটোরিয়াল তৈরি করতে আপনাকে এই সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কিছুদিন পূর্বে টেকটিউনস এর টপ টিউনার আমাদের সকলের প্রিয় প্রবাসী ভাই একটি টিউনে এই সফটওয়্যারের টিউটোরিয়াল শেয়ার করেছিলেন। টিউনটি দেখতে এখানে চলে যান।
এবার নিচের দিকে দেখুন CAMTASIA STUDIO 8 ESSENTIAL TRAINING নামক একটি অংশ রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লিন্ডার টিউটোরিয়াল।
তো আর অপেক্ষা কিষের শরু করেদিন দারুন সব টিউটোরিয়াল তৈরীর কাজ। আর বিশ্বকে জানিয়ে দিন অনলাইনে শুধু ইংরেজী না খুজলে প্রাণের ভাষা বাংলাতেই প্রচুর টিউটোরিয়াল পাওয়া যাবে।
টিউনটির ভালো মন্দ দিক সহ যেকোন প্রশ্ন জানতে আপনার জন্য নিচের টিউনমেন্ট বক্স অপেক্ষায় আছে। যদি মনে করেন যে টিউনটি আপনি ছাড়াও আপনার আরো বন্ধুদের কাজে লাগবে তাহলে নিচের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে ছড়িয়ে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। শেয়ার করুন গুগল প্লাসে। আমার সকল টিউন দেখতে এখানে ক্লিক করুন। আগামী টিউনে আবার কথা হবে ইনশাল্লাহ্ । সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।
প্রিয় হোছাইন আহম্মদ ভাইয়ের উৎসাহেই সম্পন্ন করলাম প্রায় তিন মাসের ড্রাফট পেন্ডিং টিউনটি। এই টিউনটি উৎস্বর্গ করছি প্রিয় হোছাইন আহম্মদ ভাইকে।
হোছাইন আহম্মদ
আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ধন্যবাদ খালেদ ভাই @ আমার অনেক উপকার হল।