ডাউনলোড করুন Date Converter এর আপডেট ভার্সন

প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন টিউন করা হয় না। তবে টেকটিউনস ভিজিট করি নিয়মিত। আজ আমার তৈরী Date Converter সফটওয়্যারটির আপেডেট ভার্সন আপলোড করলাম। যাদের পূর্বের বা পরের কোন তারিখের বাংলা তারিখ জানার প্রয়োজন তারা এটি ব্যবহার করতে পারেন। নতুন এই ভার্সনে আরবী তারিখও যোগ করা হয়েছে। নিচে কিছু ছবি দিলাম আশা করি সবাই এর ব্যবহার বুঝতে পারবেন।

তার আগে ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন

সফটওয়্যারটি পোর্টেবল। তাই সেটআপ করার ঝামেলা নেই। ডাউনলোড করে যে কোন ড্রাইভে রেখে ডাবল ক্লিক করুন।

নিম্নরূপ স্ত্রীন প্রদর্শিত হবে।

একেবারে উপরের নীল অংশে ড্রাগ করে ফর্ম মুভ বরা যাবে এবং সেখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে পপআপ মেনু পাওয়া যাবে।

ফর্মের ডান পাশে আজকের আকাশে চাঁদের অবস্থান দেখাবে।  X বাটনে ক্লিক করলে চাঁদ অদৃশ্য হয়ে যাবে।

পূণ:রায় আনতে হলে পপআপ মেনুর Show Moon এ ক্লিক করতে হবে।

তারিখ কনভার্ট করতে হলে পপআপ মেনুর Converter এ ক্লিক করতে হবে।

নিম্নরূপ স্কীন প্রদর্শিত হবে। তারিখ লিখে Convert  বাটনে ক্লিক করলে পরিবর্তিত তারিখ দেখাবে।

পপআপ মেনু থেকে English Language নির্বাচন করলে নিম্নরূপ স্কীন প্রদর্শিত হবে

Minimum Display তে ক্লিক করলে নিম্নরূপ স্কীন দেখাবে

আশা করি সবাই এর ব্যবহার বুঝতে পারবেন এবং ব্যবহার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ভাই।

Level 2

thanks

শুধু ধন্যবাদ কম হয়ে যাবে…………..

অসাধারণ…….
ধন্যবাদ আপনাকে এরকম একটি সফট..উপহার দেয়ার জন্যে

ধন্যবাদ চালিয়া যান।

Level 0

ভালই হবে মনে হচ্ছে । ব্যাবহার করে দেখি।

Many many thnx

ভাই আপনার ফেসবুক আইডি খানা পেলে ধন্য হতুম…