বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম
টেকটিউনেরর সকল টিউনার ও পাঠক ভায়েরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের কাছে অতি প্রয়োজনিয় একটা সফটওয়ার এর নাম ও ঠিকানা দেব। যেটা দিয়ে আপনি আপনার পিসিতে থাকা সকল অডিও ফাইলের ট্যাগ চেঞ্জ করতে পারেন। এর নাম হলো- Mp3 Tag assistant Pro 2.94। এটা আমার কাছে খুবই মজার একটা সফটওয়ার। এটা দিয়ে আপনি যদি আপনার কম্পিউটারের সকল গানের ট্যাগ চেঞ্জ করেন আপনার কম্পিউটারের অডিও ফাইল যেই কপি যেখানেই নিয়ে যাক না কেন আপনার ঠিকানা ও নাম সে দেখতে পারবে।
এছাড়াও আপনি যেকোন এমপিত্রিতে আপনার ছবি যোগ করতে পারেন।
এতে রয়েছে অবরর্ণনীয় সব ফিচার। যেগুলো আপনি আজ ট্রায় করে দেখুন আজ সারাদিনের সময় এটার পিছনেই শেষ হয়ে যাবে।
বি. দ্র: ট্যাগ সম্পর্কে কিছুই লিখলাম না। এটা অধিকাংশ লোকজনই এটা জানেন। আর যারা জানেন না তারা কমেন্টে বলবেন, আমি ব্যপারটা ক্লিয়ার করে জানিয়ে দেব ।
সবশেষে একটা খটকা লাগা সংবাদ, সেটা হলো এই যে- এটা ট্রায়াল ভার্সন। তবে আমার আগের টিউনে ট্রায়াল নিয়ে বলেছি। তাই আর কিছুই লিখলাম না। ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
Tag ki?change korle ki hoi