আপনার সব Audio files-এর ট্যাগ চেঞ্জ করুন একবারে।

বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম

টেকটিউনেরর সকল টিউনার ও পাঠক ভায়েরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের কাছে অতি প্রয়োজনিয় একটা সফটওয়ার এর নাম ও ঠিকানা দেব। যেটা দিয়ে আপনি আপনার পিসিতে থাকা সকল অডিও ফাইলের ট্যাগ চেঞ্জ করতে পারেন। এর নাম হলো- Mp3 Tag assistant Pro 2.94। এটা আমার কাছে খুবই মজার একটা সফটওয়ার। এটা দিয়ে আপনি যদি আপনার কম্পিউটারের সকল গানের ট্যাগ চেঞ্জ করেন আপনার কম্পিউটারের অডিও ফাইল যেই কপি যেখানেই নিয়ে যাক না কেন আপনার ঠিকানা ও নাম সে দেখতে পারবে।

এটা যা পারবে:

  • মেইন ট্যাগ এডিট করতে
  • উইনএম্প ট্যাগ এডিট করতে
  • অরজিনাল ট্যাব এডিট করতে
  • ইন্টারনেট ট্যাব এডিট করতে
  • কমারশিয়াল ইনফরমেশন এডিট করতে।
  • কমেন্ট যোগ এবং এডিট যোগ করতে
  • লিরিক্স যোগ এবং এডিট যোগ করতে
  • ট্যাগ ক্লিয়ার করতে
  • ট্যাগ থেকে ফাইলনেম পরিবর্তন করতে
  • ফাইলনেম পরিবর্তন করতে
  • কপি অথবা মুভ করতে
  • আর্টিবিউটস পরিবর্তন
  • প্লেলিস্ট তৈরি
  • ফাইললিস্ট তৈরি করতে
  • এবং পরিবর্তন সেভ করতে।

এছাড়াও আপনি যেকোন এমপিত্রিতে আপনার ছবি যোগ করতে পারেন।

এতে রয়েছে অবরর্ণনীয় সব ফিচার। যেগুলো আপনি আজ ট্রায় করে দেখুন আজ সারাদিনের সময় এটার পিছনেই শেষ হয়ে যাবে।

বি. দ্র: ট্যাগ সম্পর্কে কিছুই লিখলাম না। এটা অধিকাংশ লোকজনই এটা জানেন। আর যারা জানেন না তারা কমেন্টে বলবেন, আমি ব্যপারটা ক্লিয়ার করে জানিয়ে দেব ।

ডাউনলোড

সবশেষে একটা খটকা লাগা সংবাদ, সেটা হলো এই যে- এটা ট্রায়াল ভার্সন। তবে আমার আগের টিউনে ট্রায়াল নিয়ে বলেছি। তাই আর কিছুই লিখলাম না। ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tag ki?change korle ki hoi

    ট্যাগ হচ্ছে অডিও ফাইলের ইনফরমেশন। যেমন মনে করুন, Title, Filename, Artist, Lyrics, Album, genere, Pjoto ইত্যাদি।

“বি. দ্র: ট্যাগ সম্পর্কে কিছুই লিখলাম না। এটা অধিকাঙশ লোকজনই যারা যানেন যারা যানেন না কমেন্ট করবেন না।”
আপনার এই কথাটা আমার কাছে অতটা ভাল লাগলো না। টেকটিউনস তো সবার জন্য….. এখানে অনেক অভিজ্ঞ লোক যেমন আছে….তেমনি অনেক নবীন ইউজারও আছে। তাই একটা টিউন কারার সময় একটা কথা মাথায় রাখা উচিত, টিউনটি যেন সবার বোধগম্য হয়।
আপনি যদি আপনার টিউনে উল্লেখিত কোন বিষয় নিয়ে বিস্তারিত বলতে না চান, তাহলে ঐ বিষয় সংশ্লিষ্ট কোন লিংক দিয়ে দিতে পারেন। এতে করে আপনারও যেমন কোন কষ্ট হল না…তেমনি….টিউনটি নিয়ে কোন প্রশ্নও উঠবে না।

    @ শোয়েব, বি. দ্র: ট্যাগ সম্পর্কে কিছুই লিখলাম না। এটা অধিকাংশ লোকজনই যারা যানেন যারা যানেন না কমেন্ট করবেন না।
    আমার মনে হয় না শব্দটা আপনি ইচ্ছা করে লেখেন নি। Please না শব্দটি বাদ দিয়ে দিবেন।

    Fasik এর সাথে আমি ও একমত।।।। দোস্ত ঠিকই কইছে……………..:)

    দু:খিত, আমার টাইপে ভুল হয়েছে। আমি আসলে বলতে চেয়েছি, যারা জানেন না তারা কমেন্ট করবেন বলে দেব। আমি এখনি এটা এডিট করে দিচ্ছি।

Level 0

অনুপম ভাই আমি তোমার সাথে একমত যারা জানে না তাদের কে নিয়ে এই রকম মতামত করা উচিত না।

    দু:খিত মৌ আপু, আমার আসলে টাইপিং এ ভুল ছিল।

Level 0

আপনি tag and renamer use করতে পারেন।
http://www.softpointer.com/tr.htm এই ঠিকানা থেকে নিতে পারেন।

Level 0

আপনি tag and renamer use করতে পারেন।
http://www.softpointer.com/tr.htm এই ঠিকানা থেকে নিতে পারেন।
শোয়েব ভাই যে কথাটা বলল আমি তার বিস্তারিত বলছি যে mp3 ট্যাগ জিনিস টা হল mp3 এর যে বিশেষ কিছু ইনফরমেশন আছে যেমন, Title, Filename, Artist, Lyrics, Album, genere, Phoo etc.জিনিস আমরা ইচ্ছা করলে মিড়িয়া প্লেয়ার দিয়ে ও পরির্বতন করতে পারি কিন্তু আমরা যদি কোন সফটওয়ার দিয়ে কাজটি করি তাহলে আমাদের সময় অনেক কম লাগবে এবং কাজটি অনেক দুত হবে।তাই ট্যাগ পরির্বতন করার জন্য সফটওয়ার ব্যাবহার করা হয়।

full version here

http://www.torrentreactor.net/torrents/3707008/Mp3-Tag-Assistant-Professional-2-94-325

টরেট দিয়ে ডাউনলোড করেন।

Cool Tune.Thanks

ছবির ট্যাগ মোছার বা পরিবর্তনের কোনো সফটওয়ার নাই?