ফাটাফাটি সব ডেস্কটপ ঘড়ি তাও আবার প্রিমিয়াম!!!!!

অনেক চিন্তা ভাবনা করে টিউনটা করলাম। যে হারে নতুন টিউন আসতেছে সেখানে আমার টিউন কোথায় যে হারিয়ে যাবে তাই ভাবছি। নতুন টিউনারদের স্বাগতম জানাই তবে একটা কথা বলতে চাই, আপনারা টিউন সংখ্যা বাড়ানোর চিন্তা না করে মান সম্পন্ন টিউন করার মন মানসিকতা গড়ে তুলুন। কেননা আপনাদের টিউন আপনাদের নিজেরদের ইমেজ বহন করে যদি নিজের ইমেজ একবার নষ্ট করেন তাহলে তা ফিরিয়ে আনা সহজ হবে না। দয়া করে কেউ কিছু মনে করবেন না।
যাই হোক এবার কাজের কথায় আসি।

আজকে আমি আপনাদের প্রিমিয়াম ঘড়ির কথা জানাবো যেটা অন্য সব সাধারন ঘড়ির চেয়ে আলাদা। শুধু ঘড়ি বললে ভুল হবে এর সাথে ক্যালেন্ডার,ওয়ালপেপার ইত্যাদি আছে। মজার বিষয় হলো ওয়ালপেপার গুলার সাথে মিল রেখে ঘড়ি গুলা বানানো হয়েছে। কি অবাক হচ্ছেন? তাহলে নিচের ছবিগুলো দেখুন

শুধু এগুলাই না আরও অনেক রকম পাবেন। এছাড়া ডিজিটাল ঘড়িও আছে। আপনারা ইচ্ছা করলে ঘড়িতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন আরও ইত্যাদি ইত্যাদি। তাহলে আর দেরি কেন? ঝটপট প্রিমিয়াম ঘড়ি ব্যবহার করে প্রিমিয়াম বনে যান কোন ঝামেলা ছাড়াই।
এই ঘড়িটি মাত্র 3.5MB। আর হ্যা সাথে কিন্তু সিরিয়াল কী এবং ক্রেক ফাইল দুইটাই আছে। আপনার যেটা খুশী সেটা দিয়ে Full version করে নিন।
ডাউনলোড লিঙ্কঃ
Premium Clock v2.47.rar

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে…… জোবায়ের ভাই ফাটাইছে রে!

    হা হা ….
    টিনটিন ভাই টিকতে না পেরে অনেক কিছু বলে ফেললাম।

টিউনটা ভালই বুজতে পারছি আপনি ঘড়ি বিশেষজ্ঞ,ধন্যবাদ আপনাকে.

    বুঝতে পেরেছেন জ়েনে ভাল লাগলো তবে আমি বিশেষজ্ঞ না বলা যায় বিশেষ অজ্ঞ। 😉 😛

বুঝছি জোবায়ের তোমাদের ঘড়ীর দোকান আছে । সুন্দর টিউন করেছো । আর উপরের কথাটা একদম ঠিক ।

    হা হা হা হা
    মামুন ভাই আপনাকে অসীম ধন্যবাদ মন্তব্যের জন্য। অনেক চিন্তা করে লিখেছি উপরের কথাগুলো, ভাবছিলাম লিখা ঠিক হবে কিনা।

খুব সুন্দর ডেস্কটপ ঘড়ি, ধন্যবাদ।

আপনিতো ঘড়ির দোকান দিয়া বসছেন। Nice Tune.

    আপনাদের জন্য এই দোকানের সব ফ্রি দিলাম। 😉

জুবায়ের ভাইয়া।
আপনিও এক সময় নতুন টিউনার ছিলেন। একবারেই কেউ বড় হতে পারেনা। এই কারণেই হইতো নতুনদের টিউনের মান তত উন্নত হয়না। কিন্তু তারা সবসময় অক্লান্ত চেষ্টায় থাকে যে, কিভাবে ভাল টিউন করা যায়, কিভাবে বড় টিউনার হওয়া যায়। আপনি নিশ্চয় জানেন বেশি টিউন করলেই বড়/ভালো টিউনার হওয়া যায়না, মানন্নোত টিউন করতে পারলেই বড়/ভালো টিউনার হওয়া যায়। আপনার টিউনটা সত্যিই ফাটাফাটি। দোয়া করবেন এই ছোট ভাইকে যেন সে আপনাদের পায়ের ছাপ দেখে দেখে আপনাদের পথের ঠিকানা পাই ও আপনাদের পথে চলতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    @শোয়েব,আপনি মান ধরে রেখে টিউন করে যান।

    @জুবায়ের, ভালা ভালা। 😀

    @শোয়েব ভাই
    আপনার কথা অনুযায়ি বলতে গেলে আমিও একজন নতুন টিউনার কেননা আমার টিউন সংখ্যা মাত্র ২৩ টি। অথচ আমি টিউন করা শুরু করেছি আরও দুই মাস আগে থেকে। আমি চেষ্টা করি ভাল টিউন করার জন্য তাই ৩-৪ দিন পর পর একটা টিউন করি। তাছাড়া আপনি খেয়াল করলে দেখবেন এখানকার ভাল টিউনার যেমন টিনটিন ভাই,শাকিল ভাই,রিয়া আপু সহ সবাই টিউন করে কয়েক দিন পর পর। কারন উনারা মান সম্পন্ন টিউন করেন যার কারনে দৈনিক ৪-৫টা টিউন করতে পারেন না। অথচ এখন কিছু টিউনারদের দেখা যাচ্ছে দিনে ৪-৫টা বা আরও বেশী টিউন করছে। একদিনে এত টিউন করে সব মান সম্পন্ন টিউনের আশা করা যায় কি?
    যাই হোক দয়া করে কিছু মনে করবেন না।
    ধন্যবাদ আপনাকে।

    @সাম্য ভাই আপনাকে জটিল ধন্যবাদ। 😉

Level 0

Thank’s a lot.

ধন্যবাদ। একটা ফ্রি ঘড়ি সত্যই প্রয়োজন ছিল। অনেক আগে ক্যালেন্ডার সহ একটা ঘড়ি নামিয়ে ছিলাম তবে তা ট্রাইল।

    আশা করি এটা আপনার কাজে আসবে।
    ধন্যবাদ।

vaia serial key ta kaje lagtechena.ki kori

    সিরিয়াল কী কাজ করবে না কেন? ভাল মত দেখুন এছাড়া ক্রেক ফাইল আছে। এটা দিয়েও Full version করতে পারেন।
    ধন্যবাদ।

Level 0

দারুন মাজার

Level 2

ঘড়িগুলো খুবই চমৎকার। অনেক অনেক ধন্যবাদ।

জোবায়ের তোমার লাস্ট টিউনটা ডিলিট করলে কেন??

    মামুন ভাই ঐটা আমি ডিলিট করি নাই। ঐটা নাকি violence এর মধ্যে পরে তাই সবাই নাকি মডারেটোরের কাছে ডিলিট করার জন্য আবেদন করেছে। ফলে মডারেটোর ঐ টিউন ডিলিট করে দিছে।

    হুম আমি ভাবলাম তুমি কি আমার কথায় রাগ করে ডিলিট করে দিলে নাকি । হুম বুঝছি আসলে টিউনটা ভয়ংকর টাইপেরই ছিল । দুবর্ল মানুষদের সমস্যা হতে পারে ।

    ভাই আপনি যে কি কমেন্ট করছেন তা দেখারও আমার সুযোগ হয় নাই। 🙁 🙁
    তার আগেই…….

খুবই ভালো লাগলো জোবায়ের ভাই, ধন্যবাদ……..
ভাই টেকটিউনের আমি একজন বলতে পারেন অন্ধভক্ত আমি এখান থেকে অনেক কিছু শিখেছি এখনো শিখছি তবে আমার একটা বিষয় খারাপ লাগে যে আমরা টিউনার ভাইদের সাথেএখানে লাইভ চ্যাট করতে পারিনা। যদি তা করতে পারতাম তাহলে অনেক অনেক ভালো হত।প্রায়ই আমরা বিভিন্ন বিষয়ে সমস্যার মধ্যে পড়ি লাইভ চ্যাট করতে পারলে তাই অনেক ভালো হত।তাই নতুন সদস্য হিসাবে ভাই আমার আবেদন টেকটিউনস এর কাছে এই বিষয়টা কি একটু ভেবে দেখবে …………………(ভাই আপনার প্রতিটি টিউনই আমার খুব ভালো লাগে,প্লিজ রাগ করবেননা উপরের লিখার জন্য, ভালো থাকবেন)

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
    ভাই লাইভ চ্যাট অনেকেই সাপোর্ট করে না তাই লাইভ চ্যাট দেয়া হয় নাই। তবে আপনি যার সাথে লাইভ চ্যাট করতে চান তার ইমেইল আইডি নিয়ে ম্যাসেঞ্জার বা ফেসবুক এর মাধ্যমে চ্যাট করেতে পারেন।
    আমার আইডিঃ [email protected]

ভাই …. চমৎকার !!!! অনেক ধন্যবাদ।

ভাল টিউন!!

Level 0

ভাই লিংক তো কাজ করে না।