সি প্লাস প্লাস কিউট দিয়ে সফটওয়্যারটি ডেভেলাপ করলাম।
টেকনোলজি বেসিক ( http://technologybasic.com ) সাইটি গড়ে তোলা হয়েছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের টেকনোলজি জগতে বিভিন্ন শাখা সম্পর্কে সম্যক সংক্ষিপ্ত ধারনা বাংলাতে দেয়ার জন্য। এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।
পরবর্তীতে টেকনোলজিবেসিক সাইটের টার্ম গুলো যাতে অফলাইনে বিস্তারিত পড়া যায় সেই উদ্দেশ্য থেকে একটি TechnologyBasic Desktop App তৈরি করা হল। বর্তমানে এর ভার্সন ১.০। এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস কিউট ফ্রেমওয়ার্কের সাহায্য।
এর সোর্সকোড - গিটহাবে। আপনি চাইলে এপ্লিকেশনের যে কোন পরিবর্তন বা পরিবর্ধন করতে পারেন। অথবা নতুন কোন ফিচার পরামর্শ বা এপ্লিকেশনে কোন বাগ থাকলে জানাতে পারেন। ডেক্সটপ এপ্লিকেশনে কাজ করেছেন -
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক
khub kajer site
tnkzzzz,…..