ফ্রী সফটওয়্যারঃ অক্সেলন মিডিয়া কনভার্টার

P1অক্সেলন মিডিয়া কনভার্টার একটি অত্যন্ত প্রয়োজনীয় কনভার্টার। এটি আমার দেখা সবচেয়ে ভাল ফ্রী মিডিয়া কনভার্টার। এ কনভার্টার দিয়ে অত্যন্ত দ্রুত কাজ করা যায়। অক্সেলন মিডিয়া কনভার্টারের সাহায্যে বিভিন্ন ধরণের ভিডিও এবং অডিও ফাইলকে অন্য ফরম্যাটে নেওয়া যায়। এটি ভিডিও এবং অডিও ফাইলকে নিম্নলিখিত ফরম্যাটে রূপান্তর করতে সহায়তা করেঃ

ভিডিও ফরম্যাটঃ 3GP, 3G2, ASF, AVI, DV, DVD MPEG2, FFM, FLV, GIF, MOV, MP4, MPEG1, MPEG2 PS, MPEG2 TS, NUT, PSP, RAW YUV, RM, SVCD MPEG2, SWF, VCD MPEG1, VOB, YUV4MPEG, M1V, M2V, M4V.

অডিও ফরম্যাটঃ AC3, AAC, AIFF, AMR, AU, FLAC, MMF, MP2, MP3, OGG, VOC, WAV.

ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.oxelon.com/media_converter.html

নোটঃ ডাউনলোড করার সময় ডাউনলোড পৃষ্ঠার পাশের প্লাগইন অংশটুকুও ডাউনলোড করে নিতে হবে।

(সংগৃহীত)

Level 3

আমি ফাহিম আহ্‌মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহিম আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।আমি অনেক কনভার্টার ব্যবহার করেছি কিন্তু এত সুন্দর কনভার্টার কখনও পাইনি।আজ অন্য কনভার্টারগুলো মুছে ফেলে আপনারটা স্থায়িভাবে রেখে দিলাম।সত্যি অসাধারন,আবারও ধন্যবাদ আপনাকে।

    খুব ভাল লাগছে এটা জেনে যে আমার টিউনটি আপনার পছন্দ হয়েছে…….ধন্যবাদ আপনাকে।

Download link is not working pls check it.Thanks for nice tune.

    ভাই লিঙ্কটিতো কাজ করার কথা, আমি আপনার কাছ থেকে শুনার পর আবার পরীক্ষা করে দেখেছি। আমার কাছে তো কাজ করলো। আমার মনে হয় আপনি আরেকবার পরীক্ষা করে দেখতে পারেন। আশা রাখি পরেরবার কাজ করবে………আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Bhai Thanks,
But Amar Ekta Question Best Video Converter Konta? Janaley Khushi Hobo.

    ভাই ধন্যবাদ, আপনার মতামতের জন্য। আসলে বিভিন্ন ধরণের কনভার্টার আছে। একেকটা একেক ধরণের কাজ করে। তবে সবচেয়ে ভাল ভিডিও কনভার্টার বলতে আছে- Xilisoft Video Converter, Allok all in one converter ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সবগুলোই টাকা দিয়ে কিনতে হয় অথবা যেকোন মার্কেট বা শপিংমল থেকে এর Crack CD কিনতে পাওয়া যায়। তবে এতো ঝামেলা করার প্রয়োজন কি, যদি ফ্রীতেই সব পাওয়া যায়। এখানে যে অক্সেলন মিডিয়া কনভার্টার-এর কথা বলা হয়েছে এটা খুব ভাল, সাথে সাথে অন্য আরেকটি কনভার্টার আছে যা দিয়ে অনেক ধরণের কাজ করা যায়। এটিও ফ্রী এবং সাথে সাথে গুচ্ছ সফটওয়্যার (মানে অনেকগুলো সফটওয়্যার একসাথে আছে) । আপনি ইচ্ছা করলে তা নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে ব্যবহার করে দেখতে পারেন-
    http://www.dvdvideosoft.com