ছবিকে সুন্দর এবং আকর্ষনীয় করে তোলার জন্য ফটোশপ জাতীয় সফটওয়ারের কোন বিকল্প নেই। এই সফটওয়ারের মাধ্যমে ছবিকে কারুকাজ করা হয়। ফটোশপ এডিটিং সফটওয়ারের মধ্যে Adobe photoshop সবচেয়ে সারে। তাই সকলে Adobe photoshop এর ১ কপি হলেও নিজের কাছে রাখতে চান। কিন্তু কিছু ফ্রি সোর্স কোম্পানী কিছু Adobe photoshop বিকল্প সফটওয়ার তৈরি করেছেন সাধারন মানুষের জন্য যাতে তারা ফ্রি সেটা ব্যবহার করতে পারে। কেউ তো আর ব্যবহার না করে বুঝবে না সফটওয়ারগুলো কাজের কি না।
* অটো কালার সংশোধন
* বিভিন্ন রং সংশোধনের কাজ কারা যাবে
* Photoshop-compatible ফিল্টার
* সহজ এবং স্বতঃস্ফুর্ত ব্যবহারকারী ইন্টারফেস
* বেশি মেগাবাইটের ছবিও দ্রুত কাজ করা যায়
* কোন লিমিটেশন ছাড়াই Undo/redo কারর ব্যবস্থা রয়েছে
এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে যা একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
থাঙ্কস মিঃ হাসিব ভাই।