দিনে দিনে মানুষ আবিষ্কার করেছে নিত্য নতুন সব প্রযুক্তি, আর কম্পিউটার হচ্ছে সেই প্রযুক্তির একটি বিস্ময়কর অবদান। কম্পিউটারের ফলে আজ মানুষ মুহুর্তের মধ্যে জটিল সকল কাজ সম্পাদন করতে পারছে। হয়ত কিছুদিন পরে আরও নতন সব আবিষ্কার মানুষের কষ্টকে আরও লাঘব করবে। এই কম্পিউটার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেমন কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হয় তেমনি সাফটওয়ারের প্রয়োজনীয়তাও অপরিসীম। তাই আজকে কিছু সফটওয়ার নিয়ে টিউনটি করতে বসলাম তাও আবার পোর্টেবল ভার্সন কেননা কোন সফটওয়ার জনিত টিউন পাইরেটেড হলে তা নির্বাচিত করা হয় না। তাই পোর্টেবল সফটওয়ারের বিকল্প নেই।
এই সফটওয়ার নিয়ে কয়েকটি টিউন হয়েছে। এটি নতুন ভার্সন এবং পোর্টেবল, পোর্টেবল ভার্সন হওয়ার ফলে এতে বাড়তি কোন ক্র্যাক অথবা সিরিয়াল কে দরকার হবে না। আশা করি ব্যবহার করে মজা পাবেন। সফটওয়ারটি দিয়ে খুব সহজেই ছবি এডিটিং করা যায়।
এই সফটওয়ারটির ফলে নতুন এবং পুরাতন সহ প্রায় ৫৫০০ টি গেমসের চিটকোড অফলাইনেই সংগ্রহ করতে পারবেন। যার ফলে আর নেটের প্রয়োজন হবে না। আশা করি এটি গেমস প্রেমীদের কিছুটা হলেও কাজে আসবে।
এই সফটওয়ারটির ফলে আপনার কম্পিউটারের অনেক রকমের জাংক এবং অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করতে পারবেন। এর ফলে আপনার হার্ডডিস্কের জায়গা বাড়ার পাশাপাশি আপনার কম্পিউটারকে অনেক গতিশীল করবে।
USB এন্টিভাইরাস হিসেবে আমরা অনেকেই USB Disk Security ব্যবহার করে থাকি। এটার নতুন ভার্সন এবং সিরিয়াল সহ নিচের লিংক থেকে ডাউনলৌড করুন। আশা করি কারও না কারও কাজে লাগবে।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভালা ভালা ভালা টিউন করছো মিয়া চালাই যাও