এমন কথা কেউ কোনদিন শুনেছেন? বাংলা নববর্ষে ইংরেজী E-card!!
আজ আপনাদের সাথে চমৎকার একটি Animated Card শেয়ার করব। তবে দু:খের ব্যাপার হল এটা আসলে 31st Night উপলক্ষ্যে করা। তাই বলে কেউ ভাববেন না আমি খুব ইংরেজী প্রিয় মানুষ। কি করব, আমার কাছে বাংলা না থাকলে? 🙁 যখন ইংরেজী নববর্ষ গেছে তখন আমি এখানে লেখা শুরু করিনি। করলে তখনই শেয়ার করতাম।
তবে Animation টা সত্যিই অসাধারণ! এটা কেউ অস্বীকার করতে পারবে না। আরেকটি বিশেষ দিক হল এই কার্ডটিতে কোন দেশের নাম, সালের নাম কিছুই নেই। কাজেই যে কোন ভাষার নববর্ষে আপনি এটিকে অনায়াসে চালিয়ে দিতে পারবেন!
কারণ এতে শুধু Happy New Year লেখা আছে। 31st Night বা েএ জাতীয় কিছুই বলা নেই।
কার্ডটি Flash দিয়ে বানানো। এটি বানিয়েছিল বিদেশী কোন ল্যান্ড ডেভেলপার তাদের গ্রাহকদের উদ্দেশ্যে। মাত্র ৬৫৫ কেবির exe ফাইল। ডাউনলোড করে ডবল ক্লিক করলেই চালু হবে। তারপর ওটার স্ক্রীনে কিভাবে প্লে করতে হবে তা লেখা আছে। যখন যেখানে ক্লিক করতে বলা হবে ওখানে ক্লিক করলেই এনিমেশন চলতে থাকবে।
আপনার বাসায় ছোট ভাই বোন বা বাচ্চা কাচ্চা থাকলে ওদের দেখাতে পারেন। ওরাও খুব খুশি হবে।
মোটমুটি ৭/৮ টা ক্লিক করার অপশন আছে।
এবার ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে
এর আগে িলিখেছিলাম এখানে। (নিয়মকানুন সহ পাবেন)
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
আপনি পেলেন কি করে এটা?যা হোক ধন্যবাদ ভাইয়া।