শুভ মধ্যাহ্ন । অনেকদিনপরে লেখার মত বিষয় খুজে পেয়ে লিখছি । আজকে আপনাদের জন্যে থাকবে নতুন একটি টরেন্ট ক্লায়েন্ট । এটি রাশিয়ার তৈরি করা ক্লায়েন্ট । এর নাম Zona
এর কিছু ফিচারঃ
আমার কাছে প্রথমেই দেখে যেটা মনে ধরেছে সেটা হলো নজরকারা এপিআই। একই সাথে আপনি এই ক্লায়েন্টেই বিভিন্ন মুভি , গেমস , টিভি সিরিজ খুজে পাবেন ( যদিও বেশিরভাগই রাশিয়ান )।এবং আপনি চিত্রের মতন টিভি চ্যানেলে ক্লিক করে বিভিন্ন চ্যানেল খুজে পাবেন।
এবার আসি টরেন্ট ক্লায়েন্টের মূল প্রসঙ্গে । স্পীড । এই ক্লায়েন্টে আমি প্রত্যাশার চাইতেও ভালো স্পীড পাচ্ছি । আমার ব্যান্ডউইথের সর্বোচ্য স্পীড পেতে কোন সমস্যা হচ্ছে না এবং কোন সেটিং পরিবর্তন না করেই ভালো স্পীড পাচ্ছি । এবং কোন পোর্ট ফরওয়ার্ডিং বা ট্র্যাকার এড এমন কিছু করতে হয় নি ।
একই সাথে প্লেয়ার সুবিধা থাকায় আপনি ক্লায়েন্টেই মুভি প্লে করতে পারবেন।
কিছু অসুবিধাঃ
জাভা প্ল্যাটফর্মে তৈরি করা তাই আপনার পিসিতে জাভা না থাকলে চলবে না।
খুব বেশী কাস্টমাইজেশনের সুযোগ নেই। আপনার প্রাইভেট ট্র্যাকার এড করার দরকার হলে কিংবা পোর্ট পরিবর্তনের দরকার হলে এই ক্লায়েন্ট আপনার জন্যে না
এটা বেশ ভারী একটা ক্লায়েন্ট।আপনার র্যামে প্রায় ১৮০ মেগার কাছে জায়গা দখল করে রাখবে!
তাই যারা শুধুমাত্র টরেন্ট ডাউনলোড করতে পারলেই সন্তুষ্ট হবেন তারা নতুন এই ক্লায়েন্ট টি ব্যবহার করতে পারেন। ডাউনলোড করুন এখান থেকে
জাভার সর্বশেষ ভার্সনঃ
সফটওয়্যারের কিছু স্ক্রীনশটঃ
ইন্সটলেশন সাধারণ , তাই আলাদা করে দেখাচ্ছি না। সফটওয়্যার প্রথম রান করার সময় উইন্ডোজ ৭ এ ফায়ারওয়াল এ এক্সেসের অনুমতি চাইতে পারে। অনুমতি দিয়ে ব্যবহার শুরু করুন। হ্যাপি ডাউনলোডিং! 🙂
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টরেন্ট সাইটের স্পীড কেমন হবে ? আর এমন কি কোন টরেন্ট সাইট রয়েছে যা দিয়ে আমার ব্রডব্যান্ডে ভালো স্পীড পাবো ?