সবাইকে সালাম জানাচ্ছি। হরতালের দিনে সারা দিন বাসায়। কোন কাজ নোই ভাবলাম একটা টিউন করি তাই নিয়ে ভাবতে শুরু করলাম কি নিয়ে টিউন করা যায়। আর ভাবতে ভাবতে এই টিউন রেডি করে ফেলালাম। সফটওয়্যার ছাড়া আমাদের কম্পিউটার এর ব্যবহার চিন্তাই করতে পারি না। আর আমাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্ষ্টল করে আনেক সময় পিসি স্লো হয়ে যায়। তাই সবার সাথে শেয়ার করলাম কিছু পোর্টেবল সফটওয়্যার যা ইন্সষ্টল করার কোন ঝামেলা নাই। তাহলে নিচে ডাউনলোড লিংক থেকে ইন্সষ্টল করে নিন।
ADOBE PHOTOSHOP CS5
7 ZIP ফাইল জিপ বা কম্প্রেস tools
7 ZIP
InfraRecorder [full-featured CD and DVD burner]]
Click This Link target='_blank' >WIN RAR
Code:
portablefreak
Code:
portablefreak
টেকটিউনসএ লিংক গুলো সাপোর্ট করে না তাই এই সাইটের লিংকগুলো দিলাম। আমি আন্তরিক ভাবে দুঃখিত।
সবাইকে আমদের এই ব্লগে লেখার আমন্ত্রন জানাচ্ছি। সবার সহযোগীতায় আমদের এই ব্লগ সাইটটি এগিয়ে যাবে সেই আশা করছি। সবাই এই ব্লগে লিখবেন আর মাস শেষে সকল ব্লগারকে সম্মানী দেওয়া হবে। আপনাদেরকের আমাদের ব্লগে যুক্ত থাকার জন্্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait
সুন্দর আর কাজের collection ।কিন্তু মোটে 1GB(Citycell) নেট use করি তাই নামানো সম্ভব না ।
ধন্যবাদ ।