সাবাইকে সালাম। আশা করি সবাই ভাল আছেন। সাবাইকে স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা যার কম্পিউটার ব্যবহার করি। তারা হয়ত জানি একটি কাজ করার জন্য পিসিতে একেক ধরনের সফটওয়্যার ইনষ্টল দিতে হয়। যেমন: পিডিএফ ফাইল ওপেন করতে এক ধরনের সফটওয়্যার, গান শুনতে একধরনের, ভিডিও দেখতে একধরনের, ছবি দেখতে একধরনের ইত্যাদি সফটওয়্যার ইনস্টল দিতে হয়। আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করলাম, এই একটি সফটওয়্যার দিয়ে প্রায় ১০০ রকমের সফটওয়্যারের কাজে দিবে। এই সফটওয়্যার ইনস্টল দিলেই প্রায় সব ধরনের ফাইল অপেন করতে পারবেন। তাই যাদের লাগবে তারা নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
যে যে ফরম্যাটের ফাইলগুলো আপনি ওপেন করতে পারবেন তা নিচে দেখুন
সবাইকে আমদের এই ব্লগে লেখার আমন্ত্রন জানাচ্ছি। সবার সহযোগীতায় আমদের এই ব্লগ সাইটটি এগিয়ে যাবে সেই আশা করছি। সবাই এই ব্লগে লিখবেন আর মাস শেষে সকল ব্লগারকে সম্মানী দেওয়া হবে। আপনাদেরকের আমাদের ব্লগে যুক্ত থাকার জন্্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
আমি আলআমিন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাইকে তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক YouTube চ্যানেলে স্বাগতম। সবাইকে আমার চ্যানেলে Subscribe করে যুক্ত থাকার আমন্ত্রন জানাচ্ছি। My Channel - youtube.com/erait
ভাইরে আহে আপনার তারিখ-দিবসের ব্যবহারটা ঠিক করেন ।(২৫ শে মার্চ তারিখে বিজয় দিবসের শুভেচ্ছা জানালে কি বলবে সবাই ?)