অ্যাডসেন্স এর আয় ডেস্কটপ থেকেই দেখে নিন

ওয়েব মাস্টারদের জন্য একটা বড় সুখবর। এখন থেকে অ্যাডসেন্স একাউন্ট এ বার বার লগিন ছাড়াই দেখে নিন অ্যাকাউন্টের স্টটাস। নতুনদের জন্য বলেবা যে, অ্যাডসেন্স একটি এডভার্টাইজিং প্রোগাম যা ওয়েব মাস্টাররা তাদের হোস্টিং এর টাকা উঠানোর জন্য বা কেউ প্রোফেশনালী এটা করে থাকে। ওয়েব মাস্টারদের প্রতিদিনের রোজগার দেখার জন্য গুগলের অ্যাকান্টে বার বার ব্রাউজ এবং লগিন করে এটা চেক করতে হয়। যা বিরক্তিকর ও সময়ের ব্যাপার। আপনি চাইলে একন থেকে এটি আপনার ডেস্কটপ থেকে চেক করতে পারেন। কোন প্রকার ব্রাউজিং এ লগিন ছাড়া। আপনাকে শুধু প্রথমবার কনফিগারেশন করে নিতে হবে। অ্যাডসেন্সার ওয়াচার এমন একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে এই কাজটি সহজে করতে পারেন। এটি মাল্টি অ্যাকাউন্ট সার্পোট করে। কবে ফ্রি ভার্সন এ একটি অ্যাকাউন্ট সার্পোট করে। প্রিমিয়াম ভার্সনে ৫ টিরও বেশি অ্যাকাউন্ট সার্পোট করে। এটি প্রতি ৫ মিনিট পরপর সয়ংক্রিয় ভাবে আপডেট করেব। আপনি চাইলে এই সময় পরিবর্তন করতে পারবেন। তবে যারা অ্যাডসেন্স ব্যবহার করে টাকা রোজগার করছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অ্যডসেন্স অ্যাকাউন্ট এ একটু কম লগিন করাই ভালো। বারবার বা ঘনঘন লগিন করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।

এবার সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং নিচের স্ক্রীনসট গুলো লক্ষ্য করুন। তাহলে বুঝতে পারেন কনফিগারেশন করাটা।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাবিবুর ফিরোজ, আপনার Information এর জন্য ধন্যবাদ। কিন্তু এই সফটওয়্যারের নির্মাতা Google কিনা তা কি আপনি জানেন? যদি Google না হয় তবে আপনি কিভাবে নিশ্চিত যে তারা আপনার Adsense Account টি হ্যাক করবেনা। আমার মনে হয় শুধুমাত্র Google কর্তৃক প্রদত্ত কোন সফটওয়্যার ছাড়া আপনার Adsense Account এর Username & Password দেয়া ঠিক হবে না।
আর Adsense এর Policy তে কোথাও লেখা নেই যে অধিক Log in এর কারণে Account বন্ধ হতে পারে। ধন্যবাদ আপনাকে।

    এ ব্যপারে আমি আপনার সাথে একমত। গুগলের সাইট ছাড়া অন্য কোন সফট দ্বারা লগিন না করা ভাল। তবে এটা একটা নিউজ। শুধু সফট টা নিয়ে একটা রিভিউ করলাম। আর আমি বলিনি যে, অধিক লগিন করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কবে না করা ভাল। কারন আমাদের দেশের কিছু এয়েবমাস্টার নিজে নিজে ক্ণিক করে আবার সাথে সাথে ওই আই.পি. থেকে লগিন করে দেখে। তাহলে অবস্থা দেখুন…

    ঠিক বলেছেন, অনেকেই আছেন যারা শুধুমাত্র টাকা আয়ের জন্য কোন ভাল কন্টেন্ট ছাড়াই ওয়েবসাইট তৈরী করে নিজেরা বা বন্ধুদের দিয়ে ক্লিক করায়। এই বাজে অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। এভাবে কেউ বেশীদূর যেতে পারেনা। ভাল কিছু করার লক্ষ্য নিয়ে প্রচুর শ্রম এবং বুদ্ধির সঠিক ব্যবহারের ফলেই Adsense থেকে আয় করা সম্ভব। ধন্যবাদ আপনাকে।

Level 0

ফিরোজ ভাই আপনার নিকট আমার একটি প্রশ্ন? তাহল ইন্টারনেট থেকে আসলেই কি টাকা উপার্জন করা যায়। আপনি কি রোজগার করেচেন।

    Level 2

    আসলেই ইন্টারনেট থেকে আয় করা যায়। তবে হুট করে আয় করার চিন্তা করাটা ১০০% ভুল।

    হ্যা যায়। আমি অ্যাডসেন্স থেকে কয়েকটি চেক পেয়েছি এবং আমাকে শাকিল ভাই প্রচুর সাহায্য করেছিল।

আপনার টিউন দেখে মনে হয টাকা আযের ঘটনা সতিৃ/ধন্যবাদ আপনাকে।

    হ্যা ভাই। আমপনাদের কি ভাবে যে বুঝাই। ইন্টারনেট থেকে আসলেই টাকা রোজগার করা যায়। আমি করছি।

আমার ব্লগ সাইট http://essentialwebsite.blogspot.com থেকে ১৫ ডলার আয় করেছি। কিন্তু অ্যাডসেন্স এর ভেরিফিকেশন লেটার এর জন্য এ পর্যন্ত ২ বার অনুরোধ করেছি। প্রতিবার ৫০ দিন অপেক্ষা করলাম কিন্তু লেটার এখনো হাতে পায়নি। এ্যডড্রেস ভেরিফিকেশন এর অন্য কোন উপায় কারো জানা থাকলে জানাবেন।

    @সবুজ, আপনি এই কাজটি খুব সহজেই করতে পারেন।
    এ বিষয়ে শাকিল আরেফিন এর একটি বিস্তারিত টিউন আছে তাই আমি আর লিখলাম না।
    টিউনটি পড়ার জন্য এই লিঙ্কে যান>>>>>> https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4091