নিমিষেই খুঁজে বের করুন আপনার পিসির যে কোন ফাইল!

 

আপনি যদি অনেক রকম ফাইল নিয়ে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বিভিন্ন রকম ফাইল খুঁজতে গিয়ে প্রায়ই মাথা নষ্ট হবার অবস্থা হয়। আমারো এমন হত। উইন্ডোজ এক্সপিতে সার্চ একদমই ভাল না। ৭ এ অনেকটা ভাল। কিন্তু কিছু কিছু ফাইল ঠিক মত খুজে পাওয়া যায় না। আর উইন্ডোজ ৮ এ তো সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ ইনডেক্স ই করা নেই!

মাত্র ২৫০/৩০০ কেবির সফটওয়্যার দিয়ে আপনি পারেন উইন্ডোজের মার্কামারা সার্চ পদ্ধতিকে বিদায় জানাতে!

এই Software টা একদমই ফ্রি। নামাবেন, ইন্সটল করবেন, চালাবেন- রিল্যাক্স।  🙂

এখনও নামটাই বলিনি। এর নাম হল Everything Search। নামের মতই এর কাজ। কাজে কোন ফাকি নেই। টাইপ করার সাথে সাথে আপনার সামনে হাজির করবে ঐ নামের সব রকম ফাইল। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন:

Download

ডাউনলোড শেষে সাধারণ নিয়মে ইন্সটল করুন। তারপর ডেক্সটপে আইকন এলে রান করে আপনার দরকারি ফাইলের নাম টাইপ করে দিন। এবার দেখেন কিভাবে আপনার ফাইল বের হয়।

আশা করি Software টি সবার ভাল লাগবে।

কোনভাবে যদি আপনি এটা আগেই জেনে থাকেন, বা পড়ে থাকেন তাহলে আমি সত্যি সত্যি দু:খিত! 🙁

এর আগে এটা নিয়ে লিখেছিলাম টিউনারপেজে, েএবং এখানে-

Find your Files Less than a Second !!

 

 

 

 

 

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেকদিন থেকে ব্যবহার করি । চমত্কার জিনিস ।

    Level 0

    @Shemul49rmc:
    Super Performance. শেয়ার না করে পারলাম না! 🙂

ভাই এই সফটটার পোর্টেবল ভার্সন ব্যবহার করছি।বেশ কাজের একটা প্রয়োজনীয় সফট,এটার ব্যবহার আমার অনেক সময় Safe করছে। 😀
Hats off to this powerful tiny soft. 😎

    Level 0

    @Iron maiden:

    হ্যা। পোর্টেবল টাই ভাল। বার বার ইন্সটল করা লাগে না। তাছাড়া যদি আপনি উইন্ডোজ ৭/৮ ব্যবহার করেন তাহলে exe ফাইল এ ক্লিক করে টাস্কবারে শর্টকার্ট করে নিতে পারেন। ১ ক্লিকে রান করতে পারবেন।

    আবার Pen ড্রাইভে করে যেখানে খুশি নিয়ে যেতে পারেন। =D

Nice and thanks for sharing ……….. NTFS-Search also nice but it looks great …….. thanks keep it up………

কারো এই সফটের পোর্টেবল ভার্সনের লিন্ক চাইলে কমেন্ট করুন।
অথবা softpedia.com এ গিয়ে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। 😎

    Level 0

    @Iron maiden:
    তার অবশ্য দরকার হয় না। সেটআপ করে C Drive থেকে কপি করে নিলেই হল। কাজ শেষ 🙂

    @ Monir
    আর কোন সফট কি কাজ করে জানিনা জানতেও চাই না! 🙂
    কিন্তু এভরিথিং আসলেই এভরিথিং। কি বলেন?

মারাত্নক, কমেন্ট না করে পারলাম না।