আপনি যদি অনেক রকম ফাইল নিয়ে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বিভিন্ন রকম ফাইল খুঁজতে গিয়ে প্রায়ই মাথা নষ্ট হবার অবস্থা হয়। আমারো এমন হত। উইন্ডোজ এক্সপিতে সার্চ একদমই ভাল না। ৭ এ অনেকটা ভাল। কিন্তু কিছু কিছু ফাইল ঠিক মত খুজে পাওয়া যায় না। আর উইন্ডোজ ৮ এ তো সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ ইনডেক্স ই করা নেই!
মাত্র ২৫০/৩০০ কেবির সফটওয়্যার দিয়ে আপনি পারেন উইন্ডোজের মার্কামারা সার্চ পদ্ধতিকে বিদায় জানাতে!
এই Software টা একদমই ফ্রি। নামাবেন, ইন্সটল করবেন, চালাবেন- রিল্যাক্স। 🙂
এখনও নামটাই বলিনি। এর নাম হল Everything Search। নামের মতই এর কাজ। কাজে কোন ফাকি নেই। টাইপ করার সাথে সাথে আপনার সামনে হাজির করবে ঐ নামের সব রকম ফাইল। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন:
ডাউনলোড শেষে সাধারণ নিয়মে ইন্সটল করুন। তারপর ডেক্সটপে আইকন এলে রান করে আপনার দরকারি ফাইলের নাম টাইপ করে দিন। এবার দেখেন কিভাবে আপনার ফাইল বের হয়।
আশা করি Software টি সবার ভাল লাগবে।
কোনভাবে যদি আপনি এটা আগেই জেনে থাকেন, বা পড়ে থাকেন তাহলে আমি সত্যি সত্যি দু:খিত! 🙁
এর আগে এটা নিয়ে লিখেছিলাম টিউনারপেজে, েএবং এখানে-
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
অনেকদিন থেকে ব্যবহার করি । চমত্কার জিনিস ।