লেখকদের মধ্যে সর্বকালের বেস্টসেলিং লিস্টে যার স্থান ৭ নম্বরে সেই সিডনী শেলডনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) পাওয়া এই লেখকের উপন্যাস ছুঁয়ে দেখেননি এমন বইপাগল দুনিয়াতে খুঁজে পাওয়া দুস্কর। Master of the Game (1982), The Other Side of Midnight (1973) and Rage of Angels (1980)-এর মত মাথাখারাপ করা উপন্যাস লিখে নিজেকে নিয়ে গিয়েছেন পাঠকপ্রিয়তার শীর্ষে।
ডাউনলোড লিঙ্ক (সাইজঃ ৬ মেগাবাইট)
সংবিধিবদ্ধ শর্তকীকরণঃ এই ভদ্রলোক সেই সমস্ত গুটিকয়েক লেখকদের একজন যার বই একবার পড়া শুরু করলে শেষটুকু পর্যন্ত না পড়ে উঠা যায়না। আমার বহু নির্ঘুম রাত কেটেছে (এমনকি পরীক্ষার আগের রাতও) মাস্টার অফ দ্য গেমের মত উপন্যাসের কারণে
পুনশ্চ ১- বইয়ের আসল মজা মূল লেখকের লেখনীতে। অনুবাদ পড়লে পানসে মনে হবে। তাই ইংরেজি লেখকের বই ইংরেজিতে পড়ার পক্ষপাতি আমি। শেলডনের বইগুলো খুবই সহজ ভাষায় লেখা । তাই পড়তে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবণা নেই কারণ তার লেখায় কঠিন ইংরেজি শব্দ প্রায় নেই বললেই চলে।
পুনশ্চ ২- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত ------ হ্যাপি ডাউনলোডিং
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
ডাউনলোড লিংকটা কাজ করছে না। অবশ্য আমার পিসির সিকিউরিটির জন্যও হতে পারে। বাসায় গিয়ে চেক না করা পর্যন্ত কর্নফাম হতে পারব না। তারপরও আপনি একটু চেক করে দেখবেন কোন সমস্যা আছে কি না।