বরাবরের মতন আবারও সবাইকে স্বাগতম আমার আজকের টিউনে। আসাকরি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদেরকে একটি DJ Tool এর সাথে পরিচয় করিয়ে দিব। এই সফটওয়্যারটি সাধারনত DJরা ব্যবহার করে থাকে। এই বহুল ব্যবহৃত DJ সফটওয়্যারটি হল UltraMixer2 যারা মিউজিক নিয়ে কাজ করতে চান বা শখের বসে মিউজিক এডিটিং করেন তাদের জন্য এই সফটওয়্যারটি বেশ কাজের। এটি সকল professionals এবং non-professionals মিউজিক প্রেমীদের জন্য অতি প্রযোজনীয় সফটওয়্যার। এই DJ সফটওয়্যারটি দিয়ে আপনি MP3, WMA, AAC, OGG, WAV সহ বিভিন্ন রকমের ফরমেটে গান সেভ করতে পারবেন। এটিতে দুটি মিউজিক প্লেয়ার সংযোজন করা হয়েছে পরিপূন ভাবে DJ mixing করার জন্য। এটি virtual Jukebox তেও কাজ করবে।
এখানে ক্লীক করুন ডাউনলোড করার জন্য (33.5 MB)
আসাকরি টিউনটি আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে পথ দেখাবে।
“সবাই ভাল থাকেন সুস্থ থাকবেন” এই শুভ কামনায়…..
আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
জটিল সফট………….. ধন্যবাদ