টাইটেলটা কেউ চিনতে পেরেছেন ? কেউ না পারলেও একজনের চিনতে কোন অসুবিধাই হবে না । সেটা হলেন রনি ভাই । কারন এটা যে তারই জটিল এক পোষ্টের টাইটেলের হুবহু কপি পেষ্ট ! আবারও একজনের পোষ্ট কপি করা হল ! কিন্তু এবার একটা Twist আছে । Twistটা হল রনি ভাই যে Rightload এর কথা বলেছিলেন আমি সেটাকে একটু মডিফাই করলাম । আজ সারাদিন এটার পিছেই গেছে ।
Rightload সফটওয়্যারটা ছিল ইনস্টলার বেসড । অর্থাৎ ইন্সটল না করে ব্যবহার করা যাবে না । কিন্তু এবারেরটা পোর্টেবল । ইনস্টলেশনের ঝামেলা নাই । ভার্সিটির ল্যাব , সাইবার ক্যাফে অথবা নিজের বাড়ি , যেখানে ইচ্ছা চালাতে পারবেন । কোন সমস্যা নাই । একটা ফিচার যেটা একেবারেই ইউনিক পৃথিবীর কোন সফটওয়্যারে নাই!! (থাকার কথাও না , এটা আহামরি কিছু না) । সেই ফিচারটা হল সামহো্যারের ট্যাগ পাবার সুবিধা । যারা সামুতে ব্লগ করেন তারা ভালই জানেন যে সামুতে নরমাল html ট্যাগ চলে না । ইমেজের জন্য [img|ইমেজ ইউআরএল] লিখতে লাগে । এবার আপলোড দিয়ে একক্লিকেই এগুলো পেয়ে যাবেন । টাইপ করে লিখতে লাগবেনা । যারা ফটোব্লগ করেন তাদের জন্য আরাম ই আরাম ! আর কিছু করি নাই । ও আরো একটা আছে । আগে এটা চালু করলেই ফেসবুকের আপলোডের অপশন আসত , এটা চেন্জ করে আগে Imageshack দিলাম । কারন ব্লগারদের বারবার এতো চেন্জ করতে অনেক অসুবিধা হয় ।
১. ডাউনলোড করে যে ফোল্ডারে রাখতে চান সেখানে যেয়ে এটা রান করুন ।
২. সেখানে একটা ফোল্ডার (এতে মেইন সব ফাইল আছে) ও একটা শর্টকাট তৈরী হবে । একই সাথে যারা বাসায় চালাবেন তাদের সুবিধর জন্য ডেস্কটপেও একটা শর্টকাট তৈরী হবে ।
৩. ছবি আপলোড করতে , সব ছবি সিলেক্ট করে যেকোন শর্টকাটের উপর ড্রাগএন ড্রপ করুন ।
৪. ডিফল্টভাবে Imageshack সিলেক্ট করা আছে , ইচ্ছা হলে চেন্জ করে নিন । ও Upload চাপুন ।
৫. একটা উইন্ডো আসবে এটাতে Yes চাপলে একই সাথে ইমেজগুলোর Thumbnail ও তৈরী ও আপলোড হবে ।
৬. এবার ইমেজের ডাইরেক্ট লিংকগুলো পাবেন ।
৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে "Select tag:" হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।
এটা Vista, XP ও Seven এ টেস্টেড । না চললে আপনার দোষ 🙂
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ভাল জিনিস ।